হামাসের হামলার ঘটনায় ইসরাইলি ৩ জেনারেল বরখাস্ত

বাসস
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১৯:৫৬

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস): ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণ ঠেকাতে ব্যর্থ হওয়ার ঘটনায় ইসরাইলি সেনাবাহিনী তিনজন জেনারেলকে বরখাস্ত করেছে। এছাড়া আরও বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনীর প্রধান ইয়াল জামির আক্রমণের ঘটনায় ব্যর্থতার পদ্ধতিগত তদন্তের আহ্বান জানানোর দুই সপ্তাহ পর এ পদক্ষেপ নেওয়া হলো।

বরখাস্ত করা জেনারেলদের তিনজনই ডিভিশনাল কমান্ডার। তাদের মধ্যে একজন ওই সময় সামরিক গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, হামাসের গাজা থেকে চালানো হামলা প্রতিরোধে ব্যর্থতার জন্য তারা ব্যক্তিগতভাবে দায়ী। 

তবে বরখাস্তের আগে তারা সবাই পদত্যাগ করেছিলেন। এছাড়া, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আরও চারজন জেনারেল ও কয়েকজন সিনিয়র কর্মকর্তার বিরুদ্ধে পদক্ষেপ ঘোষণা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেপাল ও বাংলাদেশের জন্য বহুপক্ষীয় সহযোগিতায় জাতিসংঘের ভূমিকা গুরুত্বপূর্ণ: নেপালি রাষ্ট্রদূত
গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময়
কুমিল্লা বিভাগের দাবিতে ঢাকায় সমাবেশ ও মানববন্ধন, উন্নয়ন বঞ্চনার অভিযোগ
কাবাডি বিশ্বকাপে সেরা ডিফেন্ডার বাংলাদেশের স্মৃতি, সেরা খেলোয়াড় ভারতের সাঞ্জু
ঝালকাঠিতে গ্রাম আদালত বিষয়ে কর্মশালা
ঢাবি’র ভবনগুলোর কারিগরি নিরীক্ষণ, মূল্যায়ন ও মনিটরিংয়ে কমিটি গঠন 
সিআইডি’র নামে ভুয়া নোটিশ প্রচার : জনগণকে সতর্ক থাকার অনুরোধ
সিলেটের প্রথম জয়
টাঙ্গাইলে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ
শরীয়তপুরে শুরু হয়েছে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট
১০