টাঙ্গাইলে রেস্টুরেন্টে খাবার সরবরাহকারীকে দুইলাখ টাকা জরিমানা 

বাসস
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১৯:৪৯

টাঙ্গাইল, ২৪ নভেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ অস্বাস্থ্যকর পরিবেশে রান্না এবং পচা মাংস দিয়ে খাবার প্রস্তুতের দায়ে হাজী বিরিয়ানি, কাচ্চি খাদক এবং হানিফ কাচ্চি বিরিয়ানি নামক রেস্টুরেন্টে খাবার সরবরাহকারী জহিরুল ইসলামকে দুইলাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার দুপুরে টাঙ্গাইল শহরের কান্দাপাড়া এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল। 

সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল জানান, দুর্গন্ধযুক্ত পচা মাংস দিয়ে খাবার প্রস্তুত, অস্বাস্থ্যকর পরিবেশে রান্না এবং পচা খাবার নতুন খাবারের সাথে মিশিয়ে স্থানীয় কাচ্চি খাদক, হাজী বিরিয়ানি ও হানিফ বিরিয়ানি নামক রেস্টুরেন্টে নিয়মিত সরবরাহ করতেন জহিরুল ইসলাম। এসব খাবার সরবরাহ ও ভোক্তাদের খাওয়ানো প্রতারণার শামিল। এর পরিপ্রেক্ষিতে খাবার সরবরাহকারী জহিরুল ইসলামকে দুইলাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে সেনেটারি ইন্সপেক্টর সাহিদা আক্তার, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) -এর জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল এবং বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি’র ভবনগুলোর কারিগরি নিরীক্ষণ, মূল্যায়ন ও মনিটরিংয়ে কমিটি গঠন 
সিআইডি’র নামে ভুয়া নোটিশ প্রচার : জনগণকে সতর্ক থাকার অনুরোধ
সিলেটের প্রথম জয়
টাঙ্গাইলে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ
শরীয়তপুরে শুরু হয়েছে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট
বার কাউন্সিল এডহক কমিটি বাতিল করে নির্বাচনের দাবি
টিকিটবিহীন ২১১০ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৪ লাখ টাকা আদায়
হামাসের হামলার ঘটনায় ইসরাইলি ৩ জেনারেল বরখাস্ত
জেনারেটিভ এআই সম্পর্কে জাতিসংঘ মানবাধিকার প্রধানের সতর্কতা
হালদা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা
১০