নির্বাচনী প্রচারণায় খেলোয়াড়দের ব্যবহার না করার সতর্কতা জারি এনএসসির

বাসস
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১৯:৪০

ঢাকা, ২৪ নভেম্বর ২০২৫ (বাসস) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় জাতীয় দলের খেলোয়াড়দের ব্যবহার না করার বিষয়ে সকল ফেডারেশন, এসোসিয়েশন ও সংশ্লিষ্ঠ অন্যান্য সকল পক্ষকে সতর্ক করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসান স্বাক্ষরিত এক চিঠিতে এই সতর্কবার্তা দেয়া হয়েছে। 

জাতীয় ক্রীড়া পরিষদ চিঠিতে উল্লেখ করেছে, 'বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়গণ দেশের সম্পদ এবং সকল নাগরিকের নিকট একাত্মতার প্রতীক। খেলাধূলা এবং খেলোয়াড়দের ভাবমূর্তি কোনো প্রকার রাজনৈতিক বা নির্বাচনী কর্মকান্ডের সাথে যুক্ত হওয়া বা তাদের ব্যবহার করা ক্রীড়াঙ্গনের নিরপেক্ষতা ও পবিত্রতা রক্ষার স্বার্থে কাম্য নয়।'

আসন্ন নির্বাচন উপলক্ষ্যে প্রচারণাকালে জাতীয় ক্রীড়া পরিষদ লক্ষ্য করছে, কোনো কোনো মহল বা ব্যক্তি জাতীয় দলের বর্তমান খেলোয়াড়দের প্রচারণায় বা রাজনৈতিক উদ্দেশ্যে সাধনের জন্য ব্যবহার করার উদ্যোগ গ্রহণ করেছে। জাতীয় ক্রীড়া পরিষদ মনে করে, খেলোয়াড়দের এই ধরনের প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেয়া জাতীয় ক্রীড়ানীতির পরিপন্থি এবং ক্রীড়াঙ্গনের পরিবেশকে কলুষিত করতে পারে।

জাতীয় ক্রীড়া পরিষদ ফেডারেশনগুলোকে কঠোরভাবে সুস্পষ্ট দু’টি বার্তা দিয়েছে, জাতীয় দলের খেলোয়াড়দের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো রাজনৈতিক দল বা কোনো প্রার্থী নির্বাচনী প্রচারণায় ব্যবহার করতে পারবে না। খেলোয়াড়দেরকে কোনো নির্বাচনী সভার মঞ্চে বা প্রচারণামূলক কার্যক্রমে উপস্থিত হওয়া থেকে বিরত থাকতে হবে। 

সকল খেলোয়াড়দের তাদের ক্রীড়া নৈপুন্যের মাধ্যমে দেশের সুনাম অক্ষুন্ন রাখতে ব্যক্তিগতভাবে সচেষ্ট থাকতে হবে এবং এ বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে। 

জাতীয় ক্রীড়া পরিষদ মনে করে, এর ব্যত্যয় ঘটলে ক্রীড়ার সুস্থ পরিবেশ কলুষিত হতে পারে যা একেবারেই অনভিপ্রেত। তাই দেশের সার্বিক কল্যাণে নির্দেশনাসমূহ যথাযথভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্ট সকলকে এনএসসির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি’র ভবনগুলোর কারিগরি নিরীক্ষণ, মূল্যায়ন ও মনিটরিংয়ে কমিটি গঠন 
সিআইডি’র নামে ভুয়া নোটিশ প্রচার : জনগণকে সতর্ক থাকার অনুরোধ
সিলেটের প্রথম জয়
টাঙ্গাইলে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ
শরীয়তপুরে শুরু হয়েছে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট
বার কাউন্সিল এডহক কমিটি বাতিল করে নির্বাচনের দাবি
টিকিটবিহীন ২১১০ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৪ লাখ টাকা আদায়
হামাসের হামলার ঘটনায় ইসরাইলি ৩ জেনারেল বরখাস্ত
জেনারেটিভ এআই সম্পর্কে জাতিসংঘ মানবাধিকার প্রধানের সতর্কতা
হালদা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা
১০