সিরাজগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ডিসির মতবিনিময়

বাসস
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১৯:৩৬
ছবি : বাসস

সিরাজগঞ্জ, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : সিরাজগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক (ডিসি) মো. আমিনুল ইসলাম মতবিনিময় করেছেন। 

আজ সোমবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

সভায় জেলা প্রশাসক আমিনুল ইসলাম সাংবাদিকদের সমাজের দর্পণ উল্লেখ করে বলেন, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন সিরাজগঞ্জের উন্নয়ন অগ্রযাত্রায় প্রশাসন ও সাংবাদিকরা একসঙ্গে কাজ করবেন। জেলার বিভিন্ন দপ্তরের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসনকে আরও স্বচ্ছ ও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এ ক্ষেত্রে গঠনমূলক সমালোচনা ও পরামর্শকে তিনি স্বাগত জানান।

সভায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না, জনকণ্ঠের স্টাফ রিপোর্টার নুরুল ইসলাম বাবু, সিরাজগঞ্জ টেলিভিশন ফোরামের সভাপতি ফেরদৌস রবিন, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ইসমাঈল হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার সমস্যা, উন্নয়ন এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় বাড়ানোর নানা দিক তুলে ধরেন। জেলা প্রশাসক গণমাধ্যমকর্মীদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, সিরাজগঞ্জকে একটি আধুনিক, মানবিক ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি’র ভবনগুলোর কারিগরি নিরীক্ষণ, মূল্যায়ন ও মনিটরিংয়ে কমিটি গঠন 
সিআইডি’র নামে ভুয়া নোটিশ প্রচার : জনগণকে সতর্ক থাকার অনুরোধ
সিলেটের প্রথম জয়
টাঙ্গাইলে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ
শরীয়তপুরে শুরু হয়েছে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট
বার কাউন্সিল এডহক কমিটি বাতিল করে নির্বাচনের দাবি
টিকিটবিহীন ২১১০ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৪ লাখ টাকা আদায়
হামাসের হামলার ঘটনায় ইসরাইলি ৩ জেনারেল বরখাস্ত
জেনারেটিভ এআই সম্পর্কে জাতিসংঘ মানবাধিকার প্রধানের সতর্কতা
হালদা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা
১০