যশোরে বিপুল সংখ্যক ভারতীয় সিমকার্ডসহ এক ব্যক্তি আটক

বাসস
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১৯:৩৮

যশোর, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : যশোরে বিপুল সংখ্যক ভারতীয় সিমকার্ডসহ বাবুল হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটক বাবুল হোসেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার নোয়ালি গ্রামের চাঁদ আলী বিশ্বাসের ছেলে। যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড কাঁচাবাজার মসজিদ গলির খন্দকার মিলনের বাড়িতে ভাড়া থাকেন তিনি।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক কাজী বাবুল হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার দিবাগত রাত তিনটার দিকে পুলিশের একটি টিম বাবুল হোসেনের বাসায় অভিযান চালায়। এসময় সেখান থেকে দুই-তিনজন পালিয়ে গেলেও বাবুল হোসেনকে আটক করা হয়।

উক্ত ভাড়া বাসায় অবস্থান করে অবৈধভাবে তিনি ভিওআইপি ব্যবসা করতেন। পাশাপাশি ভারতসহ বিভিন্ন দেশে তথ্য পাচার করতেন বলেও সন্দেহ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তার বাসায় তল্লাশি করে একটি ল্যাপটপ, ভারতীয় বিভিন্ন কোম্পানির ৩১৭টি সিমকার্ড, ভিওআইপি কাজে ব্যবহৃত একটি কালো রংয়ের মেশিন, দুটি বাংলাদেশি মোবাইল কোম্পানির সিমকার্ড ও একটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়।

এ ঘটনায় আটক বাবুল হোসেনের বিরুদ্ধে বাংলাদেশ টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আজ সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি’র ভবনগুলোর কারিগরি নিরীক্ষণ, মূল্যায়ন ও মনিটরিংয়ে কমিটি গঠন 
সিআইডি’র নামে ভুয়া নোটিশ প্রচার : জনগণকে সতর্ক থাকার অনুরোধ
সিলেটের প্রথম জয়
টাঙ্গাইলে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ
শরীয়তপুরে শুরু হয়েছে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট
বার কাউন্সিল এডহক কমিটি বাতিল করে নির্বাচনের দাবি
টিকিটবিহীন ২১১০ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৪ লাখ টাকা আদায়
হামাসের হামলার ঘটনায় ইসরাইলি ৩ জেনারেল বরখাস্ত
জেনারেটিভ এআই সম্পর্কে জাতিসংঘ মানবাধিকার প্রধানের সতর্কতা
হালদা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা
১০