
নেত্রকোণা, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : নেত্রকোণায় বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ পালিত হয়েছে।
আজ সোমবার দুপুরে জেলা সদর হাসপাতালের ইপিআই ভবনে সপ্তাহটি উদযাপন উপলক্ষে ‘এখনই পদক্ষেপ নিন : বর্তমান সুরক্ষিত রাখুন, ভবিষ্যৎ নিরাপদ করুন’ প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম, স্বাবলম্বী উন্নয়ন সমিতি ও বাংলাদেশ হেলথ ওয়াচ'র সহযোগিতায় এ সভা হয়।
জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সভাপতিত্বে আলোচনা সভায় নেত্রকোণা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাইফুল হাসান নোমান, ডেপুটি সিভিল সার্জন ডা. আফরিন সুলতানা, নেত্রকোনা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ একরামুল হাসান, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাদিকুল ইসলাম বক্তব্য দেন।
জেলা স্বাবলম্বী উন্নয়ন সমিতির ব্যবস্থাপক কোহিনূর বেগমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কি, কেন তা উদ্বেগজনক এবং জনসাধারণের কি করনীয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক,সমাজকর্মী, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্যগণ, বিসিডিএস এর প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, পরিবেশকর্মী, সচেতন নাগরিকগণ মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।