রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা অনুদান প্রদান  

বাসস
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১৭:৪৯
২৪ নভেম্বর ২০২৫ রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা অনুদান প্রদান । ছবি : বাসস 

রাঙ্গামাটি, ২৪ নভেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের গবেষণা খাতের অধীনে অনুমোদিত গবেষণা প্রকল্পের বিপরীতে শিক্ষকদের অনুদান (২য় পর্যায়) প্রদান করা হয়েছে। 

আজ সোমবার সকালে একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে আয়োজিত অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান।

অনুষ্ঠানটির আহবায়ক ও আরআইএমসি’র পরিচালক (ভারপ্রাপ্ত) এবং ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিভাগের ১৩ জন শিক্ষককে তাদের গবেষণা প্রকল্পের বিপরীতে মোট ৩১ লাখ পঁচাত্তর হাজার টাকার আর্থিক গবেষণা-অনুদান প্রদান করা হয়।

শিক্ষকবৃন্দ হলেন- ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবু তালেব ও প্রভাষক মো. ছায়েদুল আমিন; কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলম ও সহকারী অধ্যাপক মো. মাঈনুদ্দিন; ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মতিউর রহমান চৌধুরী, সহযোগী অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন, সহকারী অধ্যাপক ড. মো. ফখরুদ্দিন, প্রভাষক ড. মুহাম্মদ ফররুখ রহমান, প্রভাষক মোহাম্মদ এজাজুল ইসলাম, প্রভাষক সিফাতুন নুর ও কেয়া চাকমা এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক  জি এম সেলিম আহমেদ।

অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ তাদের গবেষণা প্রকল্পের মেথোডলজি, গবেষণার উদ্দেশ্য-পরিধি, তথ্য-উপাত্ত সংগ্রহ পদ্ধতিসহ গবেষণা প্রকল্পের সংশ্লিষ্ট বিষয় উপস্থাপন করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জবিতে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মূল্যায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
সেন্টমার্টিন দ্বীপের মাস্টার প্লান নিয়ে মতামত পাঠানোর আহ্বান
চট্টগ্রামে ৪০ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার
টানা ৩ দিন হেঁটে চীনা মানবাকৃতির রোবটের বিশ্বরেকর্ড
বিএমইউতে পাবলিক প্রকিউরমেন্ট এ্যাক্ট ও রুলস বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত
বাণিজ্য ও খনিজ নিয়ে আলোচনায় বসছেন ইইউ ও আফ্রিকার নেতারা
জানসেনের বোলিং তোপে তৃতীয় দিনই বিপদে ভারত
এনআইডি সংশোধন ও ভোটার এলাকা স্থানান্তর সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭০৫ জন
চট্টগ্রামে কম্বলের গোডাউনে আগুন, ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
১০