বাউল শিল্পীদের ওপর হামলার প্রতিবাদে টিএসসিতে বাউল সন্ধ্যা

বাসস
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১৭:১৯

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস): বাউল শিল্পীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ‘প্রতিবাদী বাউল সন্ধ্যা’ শীর্ষক সাংস্কৃতিক আয়োজন করছে একদল শিক্ষার্থী। 

আজ সোমবার সন্ধ্যা ৬টায় টিএসসির পায়রা চত্বরে এই সাংস্কৃতিক আয়োজন হবে।

সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্যতম আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক মনোয়ার হোসেন প্রান্ত।

মনোয়ার হোসেন প্রান্ত বলেন, বাংলার লোকসংস্কৃতি, মানবতাবাদ ও সাম্যের প্রতীক বাউল দর্শন এই ভূখণ্ডের মুক্তচিন্তার ধারাকে শত শত বছর ধরে সমৃদ্ধ করেছে। ধর্ম-বর্ণ-গোত্রের ঊর্ধ্বে দাঁড়িয়ে মানুষের অন্তর্দর্শন ও সাম্যের যে শিক্ষা বাউল সাধকরা দিয়ে আসছেন, তা আমাদের সমাজকে আরো সহনশীল করে তুলেছে।

তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে বাউল শিল্পীদের ওপর সংঘটিত হামলার ঘটনা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। এ ধরনের আক্রমণ কেবল একজন শিল্পীর ওপর নয়, এটি আমাদের জাতীয় ঐতিহ্য, সংস্কৃতি এবং সামাজিক সম্প্রীতির ওপর স্পষ্ট আঘাত।

গণতান্ত্রিক সমাজে সংস্কৃতির ওপর আক্রমণ কাম্য নয় উল্লেখ করে তিনি বলেন, আমরা বাংলাদেশের সকল নাগরিকের সমান মর্যাদা, মতপ্রকাশের স্বাধীনতা এবং সাংস্কৃতিক নিরাপত্তার প্রতি অঙ্গীকারাবদ্ধ। একটি গণতান্ত্রিক সমাজে সংস্কৃতির ওপর আক্রমণ কখনোই গ্রহণযোগ্য নয়। ধর্মীয় অসহিষ্ণুতা নয়, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধই একটি স্থিতিশীল ও অগ্রসর রাষ্ট্রের ভিত্তি।

আয়োজকদের মধ্যে আবিদুর রহমান মিশু বলেন, বাউল দর্শন কেবল একটি শিল্পধারা নয়; এটি সাম্য, মানবতা ও শান্তির পথ। এই পথ রক্ষায় রাষ্ট্র, সমাজ ও রাজনৈতিক অঙ্গন সবাইকে এক সঙ্গে দাঁড়াতে হবে।

আয়োজকরা এ প্রোগ্রামের মাধ্যমে চারটি দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো— হামলার ঘটনাগুলোর দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা, বাউল ও অন্যান্য সাংস্কৃতিক সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ঘৃণা, উস্কানি ও সহিংসতার বিরুদ্ধে সমন্বিত সামাজিক উদ্যোগ নিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারীদের সুরক্ষা নিশ্চিত করাই মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাজ: সমাজকল্যাণ উপদেষ্টা 
গুজব ও অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকে শক্ত অবস্থান নিতে হবে : তথ্য উপদেষ্টা
ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জরুরি বৈঠক অনুষ্ঠিত
ফরচুন-বরিশাল ডিআরইউ মিডিয়া ক্রিকেটে চ্যাম্পিয়ন চ্যানেল ২৪
নেত্রকোণায় এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ পালিত
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরের জলাভুমি ও জীববৈচিত্র উন্নয়নে ৪৪ কোটি টাকা বরাদ্দ 
বগুড়ায় অর্থ সহায়তা দিল আমরা বিএনপি পরিবার
কচুর লতি আর পেঁপে চাষে ভাগ্য বদলেছেন বরিশালের কৃষি উদ্যোক্তা বিকাশ 
রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা অনুদান প্রদান  
হাইব্রিড সবজি বীজ উৎপাদনে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সার্কের আহ্বান
১০