নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুলের প্লট-জমি জব্দ

বাসস
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১৬:৪৭
নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। ফাইল ছবি

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস):‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎ ‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের গুলশানের আবাসিক এলাকায় ৩৯ কাঠার একটি প্লট ও আশুলিয়া এবং নারায়ণগঞ্জের সোনাগাঁওয়ের ১৪ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৭৮১ কোটি ৩১ লাখ ২২ হাজার ৪৫৪ টাকা মূল্যের জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জন করে ভোগদখলে রেখেছেন। সেজন্য তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ বছরের ৬ মার্চ ২০২৫ ও ১৮ নভেম্বর দুই দফায় তার কিছু সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা হয়। শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধসহ নাসা গ্রুপের অন্যান্য পাওনাদি পরিশোধের নামে আসামি নজরুল ইসলাম মজুমদার সম্পত্তিসমূহ বিক্রির চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির পূর্বে আসামির এসব সম্পত্তি হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর বা বিক্রি হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতি হবে। সেজন্য তার সম্পদ জব্দ করা একান্ত প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শরীয়তপুর পৌর এলাকার খাল পরিষ্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু
পাচারকালে নওগাঁ থেকে রাসায়নিক সার জব্দ
রাতুলের স্বপ্ন বিশ্ব দরবারে ক্রিকেটকে তুলে ধরা
২৭ নভেম্বর ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
নিউজিল্যান্ড টেস্ট দলে ফিরলেন উইলিয়ামসন
সংস্কৃতি উপদেষ্টা ফারুকীর নামে ভুয়া ফটো কার্ডে মিথ্যা বক্তব্য প্রচার : সিএ প্রেস উইং ফ্যাক্ট
বাউল শিল্পীদের ওপর হামলার প্রতিবাদে টিএসসিতে বাউল সন্ধ্যা
নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ 
ডিএসইতে লেনদেন ও সূচকে বড় উত্থান, অধিকাংশ শেয়ারের দাম বেড়েছে
আমদানির অনুমতি দেওয়ায় চালের বাজার স্থিতিশীল : ড. সালেহউদ্দিন
১০