ঢাকা, ২৭ আগস্ট, ২০২৫ (বাসস) : ইসরাইলি হামলায় সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে তিন সেনা সদস্য নিহত হয়েছে। সিরিয়ার এক কর্মকর্তা মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
যদিও একজন যুদ্ধ পর্যবেক্ষক বলেছেন, নিহতের সংখ্যা আরো বেশি হতে পারে।
দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
গত ডিসেম্বরে ইসলামপন্থী নেতৃত্বাধীন জোট দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে উৎখাত করার পর থেকে ইসরাইল সিরিয়ায় শত শত হামলা চালিয়েছে।
ইসরাইল দামেস্কের অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষের সাথেও আলোচনা শুরু করেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানিয়েছেন, ‘ইসরাইল দামেস্কের পশ্চিমে কিসওয়াহে সিরিয়ার সেনাবাহিনীর ৪৪তম ডিভিশনের একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।’ ‘হামলায় ওই ডিভিশনের তিন সেনা সদস্য নিহত হয়েছেন।’
ব্রিটেন-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। নিহতরা সবাই ৪৪তম ডিভিশনের সদস্য।
মঙ্গলবারের শুরুতে সরকারি সংবাদ সংস্থা সানা জানিয়েছে, ‘গোলান মালভূমিতে যুদ্ধবিরতি রেখার পূর্বে সিরিয়া-নিয়ন্ত্রিত তারাঞ্জা গ্রামে একটি বাড়িতে ইসরাইলি হামলায় এক যুবক নিহত হয়েছেন।’
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘তাদের দেশ সাম্প্রতিক ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে।’
মন্ত্রণালয়, কুনেইত্রা গ্রামাঞ্চলের একটি শহরে ইসরাইলি বাহিনীর অনুপ্রবেশ, সিরিয়ার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান’ এবং ‘হারমন পর্বতের চূড়া এবং বাফার জোনে তাদের অবৈধ উপস্থিতি অব্যাহত রাখার ঘোষণার’ নিন্দা জানিয়েছে।
মন্ত্রণালয় বলেছে, ‘এই আক্রমণাত্মক অনুশীলনগুলো জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং প্রাসঙ্গিক নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর স্পষ্ট লঙ্ঘন এবং এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকিস্বরূপ।’
গত সপ্তাহে, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি প্যারিসে ইসরাইলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডার্মারের সাথে বৈঠক করেছেন। ওই বৈঠকে ১৯৭৪ সালের নিরস্ত্রীকরণ চুক্তির পর থেকে যে ব্যবস্থা চালু ছিল, তাতে ফিরে আসার বিষয়ে আলোচনা হয়েছে।