মাগুরায় ভ্যান চাপায় শিশুর মৃত্যু

বাসস
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১০:৩২

মাগুরা, ২৭ আগস্ট ২০২৫(বাসস): জেলার সদর উপজেলায় ভ্যানের চাপায় মারুফ (৮) নামে এক শিশুর মর্মান্তিকমৃত্যু হয়েছে। গতকাল দুপুরে রাঘবদাইড় ইউনিয়নের সাংদালক্ষিপুর ইমান আলীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মিন্টু শেখ নামের এক ব্যক্তি খালি ভ্যান চালাচ্ছিলেন। তার সঙ্গে যাত্রী ছিল টোকন আলী। এসময় বিপরীত দিক থেকে একযোগে একটি ইজিবাইক ও মোটরসাইকেল আসায় ভ্যানচালক নিয়ন্ত্রণ হারান। ভ্যানটি রাস্তার পাশে উল্টে গিয়ে হাঁটতে থাকা শিশু মারুফকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর ক্ষুব্ধ জনতা ভ্যানচালক মিন্টু শেখ ও যাত্রী টোকন আলীকে ধরে গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয়দের সহায়তায় দুজনকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আইয়ুব আলী জানান, নিহত শিশুর মরদেহ হাসপাতালের অস্থায়ী লাশ ঘরে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আহত ভ্যানচালক ও যাত্রীর চিকিৎসা চলছে বলেও তিনি নিশ্চিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজীপুরে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই 
চন্দ্রনাথ মন্দিরের সিঁড়ি উন্নয়নে নির্দেশনা দেয়া হয়েছে : প্রেস সচিব
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু
রাঙ্গামাটিতে ২৩টি প্রতিষ্ঠানে মাছের পোনা বিতরণ
ঢাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত
হাটহাজারী থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
দিনাজপুরের চিরিরবন্দরে গড়ে উঠেছে শতাধিক চুল প্রক্রিয়াজাতকরণ কারখানা
টানা পতনের পর বুধবার সকালে এশীয় শেয়ারবাজারে ভিন্নধারা লক্ষ্য করা গেছে
আবু সাঈদ হত্যার বিচার শুরু, ট্রাইবুনালে অশ্রুসিক্ত বাবা
হত্যা মামলায় আনিসুল,কামরুল,সালমানসহ ৫ জনকে গ্রেফতার দেখানো হয়েছে
১০