
লক্ষ্মীপুর, ৩ অক্টোবর, ২০২৫ (বাসস): লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে তালিকাভুক্ত ডাকাত সর্দার আবুল বাশার ওরফে বাশারকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজুল আজীম নোমান তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চন্দ্রগঞ্জ থানার চন্দ্রগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ৩০টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে বাশার পলাতক ছিলেন।
আবুল বাশার সদর উপজেলার মটবী এলাকার আবদুর রবের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পুলিশের তালিকাভুক্ত শীর্ষ ডাকাত দলের প্রধান আবুল বাশার ও তার বাহিনীর সদস্যরা লক্ষ্মীপুরসহ বিভিন্ন স্থানে ডাকাতি, চাঁদাবাজি ও অস্ত্র বেচাকেনার সঙ্গে জড়িত। তাকে ধরতে পুলিশ দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে।
সোমবার সকালে চন্দ্রগঞ্জ এলাকায় বাশার তার লোকজন নিয়ে অবস্থান করছে এমন খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এক পর্যায়ে বাশারকে গ্রেপ্তার করতে পারলেও তার সহযোগীরা পালিয়ে যায়।
ওসি ফয়েজুল আজিম নোমান বলেন, বাশারের দলের অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (অতি. পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আহসান হাবীব পলাশ, লক্ষ্মীপুর পুলিশ সুপার মো. আকতার হোসেনের দিকনির্দেশনায় চন্দ্রগঞ্জ থানা পুলিশ মাঠে কাজ করছে। বিশেষ করে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং ও অস্ত্রধারী সন্ত্রাসীদের দৌরাত্ম রোধে আমরা সর্বদা তৎপর।