সুনামগঞ্জ, ২৭ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুল হক গতকাল অনুষ্ঠিত এই ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাদল মিয়া, উপজেলা আহ্বায়ক কমিটির এক নম্বর যুগ্ম আহ্বায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, সুনামগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ভাস্কর রায়, ইলিয়াস আলী ও এ কে এম নাসের উজ্জ্বল।
এছাড়া উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন এবং বিএনপি নেতা আবুল হোসেন, সবুজ আলম ও ডা. শামসুদ্দিন আহমেদ।
স্থানীয় দুটি ক্লাব এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়। খেলা উপভোগ করেন কয়েক হাজার ফুটবলপ্রেমী দর্শক।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মরণে সারা দেশে জেলা, মহানগর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো।
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী ও ক্রীড়া সংগঠক। বিশ্বক্রিকেটে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে তাঁর অসামান্য অবদান রয়েছে। তিনি নিজেও একজন ক্রিকেটার ছিলেন।