নোয়াখালীতে ট্রাক চাপায় দুই শিশু শিক্ষার্থী নিহত

বাসস
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২৬

নোয়াখালী, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় ট্রাক চাপায় দুই শিশু শিক্ষার্থী নিহত
হয়েছে। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই-বোন। এ ঘটনায় নিহত শিশু আরাফাতের বাবা আবুল কালামকে গুরুতর আহত হয়।

আজ সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চরমটুয়া ইউনিয়নের ইসলামীয়া সড়কের বৈকন্ঠপুর বাজারের পশ্চিম পাশে ভূঞা বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলো, একই ইউনিয়নের নেইজ্জার ভাংটি গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে আসমা বেগম (৬) ও ফরিদাবাদ গ্রামের আবুল কালামের ছেলে মো.আরাফাত (৫)। তারা  স্থানীয় কোয়ালিটি এডুকেশন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।  

স্থানীয়রা জানান, সকাল সোয়া ৮টার দিকে আবুল কালাম সাইকেল যোগে তার ছেলে আরাফাত ও শ্যালকের মেয়ে আসমাকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। সাইকেলটি উপজেলার চরমটুয়া ইউনিয়নের ইসলামীয়া সড়কের বৈকন্ঠপুর বাজারের পশ্চিম পাশে ভূঞা বাড়ির দরজায় পৌঁছালে নতুনহাট বাজার গামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই শিশু নিহত হয়।

স্থানীয়রা আহত অবস্থায় আবুল কালামকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। নিহতের পরিবারের অভিযোগর ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কোটালীপাড়ায় বজ্রপাতে এক ব্যক্তি নিহত
মাদারীপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা খোকন তালুকদার
পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের নিজস্ব ভবনে কার্যক্রম শুরু
মানিকগঞ্জে ট্রাক ও সিএনজির সংঘর্ষে একজন নিহত, আহত ২ 
বুধবার রাতে ফ্লোটিলা ইসরাইলের নৌ অবরোধের কবলে পড়তে পারে
চট্টগ্রাম বন্দরে ১৪ অক্টোবর মধ্যরাত থেকে আদায় হবে বর্ধিত ট্যারিফ
বরিশালে আগৈলঝারার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন বিএনপি নেতৃবৃন্দ
রাঙামাটির নানিয়ারচরে নৌকা ডুবিতে দুই কলেজ ছাত্র নিখোঁজ
আগামী বছর টেনিসকে বিদায় জানাচ্ছেন মনফিলস
সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হবে : হাসনাত আব্দুল্লাহ
১০