বাসস
  ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২৩

রাষ্ট্র ব্যবস্থায় তথ্যের অবাধ প্রবাহ জনগণের কল্যাণ নিশ্চিত করে : ড. আবদুল মালেক

ঢাকা, ১২ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস) : প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক বলেছেন, রাষ্ট্র ব্যবস্থায় তথ্যের অবাধ প্রবাহ জনগণের কল্যাণ নিশ্চিত করে। তথ্য অধিকার আইন তথ্য গোপনের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে তথ্য জানার বিষয়টি নিশ্চিত করেছে।
আজ সোমবার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের কর্মকর্তাদের তথ্য অধিকার বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমান।
ড. আবদুল মালেক বলেন, একটি সুশাসন ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিপূর্ণ দেশ গড়ে তুলতে অবশ্যই তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ে সকলকে অবগত থাকতে হবে। প্রত্যেককেই স্ব-প্রণোদিতভাবে তথ্য প্রকাশ ও প্রচার করতে হবে। 
প্রধান তথ্য কমিশনার আরও বলেন, তথ্য অধিকার আইন, ২০০৯ প্রণয়নের মাধ্যমে জনগণের তথ্য চাওয়া-পাওয়া, প্রয়োজনীয় সকল তথ্য পাওয়ার সুযোগ এবং এর প্রয়োগে উপকারভোগী হওয়ার আবশ্যিক ও আইনি স্বীকৃতি মিলেছে। এসময় তিনি ওয়েবসাইটের মাধ্যমে সঠিক তথ্য প্রকাশের আহবান জানান।
প্রশিক্ষণ কর্মসূচিতে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।