সাড়ে ছয় ঘন্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল পুনরায় শুরু

বাসস
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৭ আপডেট: : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২২
ফাইল ছবি

মানিকগঞ্জ, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ঘন কুয়াশার কারণে ৬.৩০ ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটের মধ্যে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) নাসির মাহমুদ চৌধুরী জানান, ঘন কুয়াশায় নদীপৃষ্ঠ ঢেকে যাওয়ায় রাত ১২.৫০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। 

তিনি জানান, এসময় কপোতি, শহীদ বরকত, খান জাহান আলী এবং বনলতাসহ চারটি ফেরি পাটুরিয়া ঘাটে অপেক্ষা করছিল। অন্যদিকে কুমিল্লা, ভিগার, কেরামত আলী, হাসনা হেনা, গৌরী এবং বীরশ্রেষ্ঠ মতিউর রহমানসহ ছয়টি ফেরি দৌলতদিয়া ঘাটে আটকে পড়ে। এছাড়াও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, গোলাম মাওলা এবং শাহ এনায়েতপুরীসহ চারটি ফেরি পদ্মা নদীর মাঝখানে নোঙর করে রাখা হয়।

সূত্র জানায়, আজ সকাল ৬.৪৫ মিনিটে ঘন কুয়াশা কেটে যাওয়ার পর ফেরি চলাচল শুরু হয়।

এদিকে পদ্মা নদীর আরিচা-কাজিরহাটে রাত ১টা থেকে সকাল ৭.৩০ টা পর্যন্ত ৬.৩০ ঘন্টার জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাষ্ট্রে অচলাবস্থা গড়াল দ্বিতীয় সপ্তাহে
সিলেটে সাদাপাথর লুট ও হত্যা মামলার আসামি আলফু চেয়ারম্যান গ্রেফতার
ভাষাসৈনিক আহমদ রফিকের প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির শ্রদ্ধাঞ্জলি
গাজা হত্যাকাণ্ড ‘একবারের জন্য’ বন্ধের সুযোগকে স্বাগত জাতিসংঘ মানবাধিকার প্রধানের
‘পোলার আইসক্রিম’ ২৯তম স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল কাল
বিএনপি ক্ষমতায় আসলে কৃষকদের জন্য ফারমার্স কার্ড চালু করা হবে : সুলতান সালাউদ্দিন টুকু
সরকারসহ সকলের সহযোগিতায় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন সম্ভব হয়েছে 
রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস চ্যাম্পিয়নশিপ শুরু
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯৫৬
সিলেট নগরের যানজট নিরসনে এনসিপির ২৭ প্রস্তাব
১০