সাড়ে ছয় ঘন্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল পুনরায় শুরু

বাসস
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৭ আপডেট: : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২২
ফাইল ছবি

মানিকগঞ্জ, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ঘন কুয়াশার কারণে ৬.৩০ ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটের মধ্যে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) নাসির মাহমুদ চৌধুরী জানান, ঘন কুয়াশায় নদীপৃষ্ঠ ঢেকে যাওয়ায় রাত ১২.৫০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। 

তিনি জানান, এসময় কপোতি, শহীদ বরকত, খান জাহান আলী এবং বনলতাসহ চারটি ফেরি পাটুরিয়া ঘাটে অপেক্ষা করছিল। অন্যদিকে কুমিল্লা, ভিগার, কেরামত আলী, হাসনা হেনা, গৌরী এবং বীরশ্রেষ্ঠ মতিউর রহমানসহ ছয়টি ফেরি দৌলতদিয়া ঘাটে আটকে পড়ে। এছাড়াও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, গোলাম মাওলা এবং শাহ এনায়েতপুরীসহ চারটি ফেরি পদ্মা নদীর মাঝখানে নোঙর করে রাখা হয়।

সূত্র জানায়, আজ সকাল ৬.৪৫ মিনিটে ঘন কুয়াশা কেটে যাওয়ার পর ফেরি চলাচল শুরু হয়।

এদিকে পদ্মা নদীর আরিচা-কাজিরহাটে রাত ১টা থেকে সকাল ৭.৩০ টা পর্যন্ত ৬.৩০ ঘন্টার জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিবাহের মাধ্যমে মানুষ পাপাচার থেকে বাঁচতে পারে : ধর্ম উপদেষ্টা
দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর জমি ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ
ডিসেম্বর ধরেই নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি : নজরুল ইসলাম খান
সুপ্রিম কোর্টে প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সার্ভিস, ট্রেনিং এবং রিসার্চকে গুরুত্ব দিতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
নারী শ্রমিকের নিরাপদ অভিবাসন বিষয়ে কমিশনের অন্তর্ভুক্তির সুপারিশ
নারীর শ্রম ও কর্মসংস্থান বিষয়ে কমিশনের অন্তর্ভুক্তির সুপারিশ
ময়মনসিংহে মাসব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণ শুরু
ময়মনসিংহে অনুর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ শুরু
সোনার দামে নতুন রেকর্ড : প্রতি ট্রয় আউন্স ৩,৪০০ ডলার ছাড়িয়ে 
১০