সাড়ে ছয় ঘন্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল পুনরায় শুরু

বাসস
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৭ আপডেট: : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২২
ফাইল ছবি

মানিকগঞ্জ, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ঘন কুয়াশার কারণে ৬.৩০ ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটের মধ্যে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) নাসির মাহমুদ চৌধুরী জানান, ঘন কুয়াশায় নদীপৃষ্ঠ ঢেকে যাওয়ায় রাত ১২.৫০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। 

তিনি জানান, এসময় কপোতি, শহীদ বরকত, খান জাহান আলী এবং বনলতাসহ চারটি ফেরি পাটুরিয়া ঘাটে অপেক্ষা করছিল। অন্যদিকে কুমিল্লা, ভিগার, কেরামত আলী, হাসনা হেনা, গৌরী এবং বীরশ্রেষ্ঠ মতিউর রহমানসহ ছয়টি ফেরি দৌলতদিয়া ঘাটে আটকে পড়ে। এছাড়াও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, গোলাম মাওলা এবং শাহ এনায়েতপুরীসহ চারটি ফেরি পদ্মা নদীর মাঝখানে নোঙর করে রাখা হয়।

সূত্র জানায়, আজ সকাল ৬.৪৫ মিনিটে ঘন কুয়াশা কেটে যাওয়ার পর ফেরি চলাচল শুরু হয়।

এদিকে পদ্মা নদীর আরিচা-কাজিরহাটে রাত ১টা থেকে সকাল ৭.৩০ টা পর্যন্ত ৬.৩০ ঘন্টার জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টাঙ্গাইল শহর পরিচ্ছন্ন রাখতে ৭ দিনের কর্মসূচি শুরু 
লালমনিরহাটে বিএনপির সদস্য সংগ্রহে জনস্রোত
রুমায় প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ
আইবিএস সিস্টেমে সরকারি চাকুরীজীবীদের আয়কর কর্তনের নির্দেশ
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি শুরু
হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর আইএস বিরোধী জোটে যোগ দিচ্ছে সিরিয়া
গালফ হেলথ কাউন্সিলের সঙ্গে প্রবাসী মন্ত্রণালয়ের বৈঠক 
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
আওয়ামী লীগের পেইজ থেকে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা : বাংলাফ্যাক্ট
ইবির ‘ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বিভাগের নতুন চেয়ারম্যান বিলাসী সাহা
১০