আইবাস সিস্টেমে সরকারি চাকুরীজীবীদের আয়কর কর্তনের নির্দেশ

বাসস
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১১:০১ আপডেট: : ১১ নভেম্বর ২০২৫, ১২:৩০

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৫(বাসস):  সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বিল থেকে আইবাস সিস্টেমে আয়কর কর্তনের নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল (সোমবার) হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক (হিসাব ও পদ্ধতি) মোহাম্মদ কবির হোসেন স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ নির্দেশ দেওয়া হয়।

এতে বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চলতি অর্থবছরে যে সকল পুরুষ কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতনের পরিমাণ ২৬,৭৮৫ টাকা এবং যে সকল নারী কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতন ৩০,৩৫৭ টাকা বা তার বেশি তাদের আয় করমুক্ত সীমা অতিক্রম করে। তাই আয়কর আইন অনুযায়ী বাধ্যতামূলকভাবে তাদের মাসিক বেতন-বিল হতে উৎসে আয়কর কর্তনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বিল হতে আয়করসহ যথাযথভাবে অন্যান্য কর্তনের দায়িত্ব ট্রেজারি বুলসের এস, আর, ১১৫ তে উত্তোলনকারীর ওপর বর্তায় বলেও উল্লেখ করা হয়।

এ অবস্থায়, যে সকল পুরুষ কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতনের পরিমাণ ২৬,৭৮৫ টাকা এবং যে সকল নারী কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতন ৩০,৩৫৭ টাকা বা তার অধিক তাদের বেতন-বিল হতে উৎসে আয়কর কর্তনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ করা হল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইরাকে নির্বাচনের পর কী হতে পারে ?
ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ছাত্রের মৃত্যু
বৈষ্ণব কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উদ্‌যাপিত
বাউফলে প্রণোদনার বীজ ও সার বিতরণ
১৯৯৪ সালের প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার ঘটনায় মেক্সিকোতে সন্দেহভাজন গ্রেপ্তার
বাগেরহাটে সংসদীয় চারটি আসন বহাল রাখায় আনন্দ মিছিল
বোয়ালখালীতে মুজিব সৈনিক সরোয়ার গ্রেপ্তার
পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশারফ, সম্পাদক হায়দার
আগামীর বাংলাদেশ ভাবনায় বাকৃবি ছাত্রদলের সেমিনার
খুলনায় পুলিশ পরিদর্শক সিরাজুলের মৃত্যু
১০