
ঢাকা, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস): মেক্সিকান কর্তৃপক্ষ ১৯৯৪ সালের প্রেসিডেন্ট প্রার্থী লুইস ডোনাল্ডো কোলোসিওর হত্যায় জড়িত সন্দেহে এক সাবেক গোয়েন্দা এজেন্টকে আটক করেছে। এটা এমন একটি ঘটনা যা জাতিকে হতবাক করেছে এবং এখনো সমাধান হয়নি।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
আদালত সূত্র এএফপিকে জানিয়েছে যে, জর্জ আন্তোনিও সানচেজ ওর্তেগাকে শনিবার বাজা ক্যালিফোর্নিয়ার তিজুয়ানায় আটক করা হয় এবং একজন বিচারকের সামনে হাজির করা হয়।
তিজুয়ানায় একটি প্রচারণা সমাবেশের সময় ইনস্টিটিউশনাল রেভোলিউশনারি পার্টির প্রার্থী কলোসিও গুলিবিদ্ধ হন।
গত ১৯৯৪ সালের ২৩ মার্চ তার হত্যাকাণ্ডকে মেক্সিকান রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হয়।
মার্কিন প্রেসিডেন্ট জন এফ. কেনেডির হত্যাকাণ্ডের মতো, কলোসিওর হত্যাকাণ্ডের পেছনে কারা ছিল তা নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব ঝড় তুলেছে।
যদিও মারিও আবুর্তো মার্টিনেজকে একমাত্র অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তিনি এখনও কারাগারে আছেন, তবে যারা হত্যার নির্দেশ দিয়েছেন তাদের পরিচয় এখনও অজানা।
সানচেজ ওর্তেগাকে সেই সময়ে সংক্ষিপ্ত সময়ের জন্য আটক করা হয়। কিন্তু পরের দিন তাকে মুক্তি দেওয়া হয়।
প্রতিবেদন অনুযায়ী, তখন তিনি ‘সেন্টার ফর ইনভেস্টিগেশন অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি’-তে একটি এজেন্ট হিসেবে কর্মরত ছিলেন।