১৯৯৪ সালের প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার ঘটনায় মেক্সিকোতে সন্দেহভাজন গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১২:৩৮

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস): মেক্সিকান কর্তৃপক্ষ ১৯৯৪ সালের প্রেসিডেন্ট প্রার্থী লুইস ডোনাল্ডো কোলোসিওর হত্যায় জড়িত সন্দেহে এক সাবেক গোয়েন্দা এজেন্টকে আটক করেছে। এটা এমন একটি ঘটনা যা জাতিকে হতবাক করেছে এবং এখনো সমাধান হয়নি।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

আদালত সূত্র এএফপিকে জানিয়েছে যে, জর্জ আন্তোনিও সানচেজ ওর্তেগাকে শনিবার বাজা ক্যালিফোর্নিয়ার তিজুয়ানায় আটক করা হয় এবং একজন বিচারকের সামনে হাজির করা হয়।

তিজুয়ানায় একটি প্রচারণা সমাবেশের সময় ইনস্টিটিউশনাল রেভোলিউশনারি পার্টির প্রার্থী কলোসিও গুলিবিদ্ধ হন।

গত ১৯৯৪ সালের ২৩ মার্চ তার হত্যাকাণ্ডকে মেক্সিকান রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হয়।

মার্কিন প্রেসিডেন্ট জন এফ. কেনেডির হত্যাকাণ্ডের মতো, কলোসিওর হত্যাকাণ্ডের পেছনে কারা ছিল তা নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব ঝড় তুলেছে।

যদিও মারিও আবুর্তো মার্টিনেজকে একমাত্র অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তিনি এখনও কারাগারে আছেন, তবে যারা হত্যার নির্দেশ দিয়েছেন তাদের পরিচয় এখনও অজানা।

সানচেজ ওর্তেগাকে সেই সময়ে সংক্ষিপ্ত সময়ের জন্য আটক করা হয়। কিন্তু পরের দিন তাকে মুক্তি দেওয়া হয়। 

প্রতিবেদন অনুযায়ী, তখন তিনি ‘সেন্টার ফর ইনভেস্টিগেশন অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি’-তে একটি এজেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুবির সাসটেইনেবিলিটি নেটওয়ার্কের সভাপতি করিনা, সম্পাদক সুমিত
রাজবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ 
জুলাই সনদ নিয়ে সরকারের প্রতি 'সতর্ক পদক্ষেপ গ্রহণের’ আহ্বান বিএনপির
ভারতের মোদি জলবিদ্যুৎ প্রকল্প উদ্বোধনের জন্য ভুটান সফর করছেন
বাগেরহাটে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক সভা
বরগুনায় বিএনপিতে যোগদান ৫ শতাধিক হিন্দু সম্প্রদায়ের
২০৩৪ সালের মধ্যে দাঁতের ফিলিংয়ে পারদ ব্যবহার বন্ধের সিদ্ধান্ত 
রাতের তাপমাত্রা কমতে পারে; আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা
বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার
ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট নিয়ে ঢাকার ১০ পয়েন্টে কাল প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও জুলাইয়ের গান
১০