কৃত্রিম বুদ্ধিমত্তা, চিপস ও জাহাজ নির্মাণসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিনিয়োগ করে প্রবৃদ্ধি চান জাপানের প্রধানমন্ত্রী

বাসস
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১৩:৩৫

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস) : কৃত্রিম বুদ্ধিমত্তা, চিপস ও জাহাজ নির্মাণ সহ ১৭টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিনিয়োগ করে বিশ্বের চতুর্থ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে চান জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

মঙ্গলবার এক সরকারি নথিতে দেখা গেছে, ২০২৬ সালে চূড়ান্ত হতে যাওয়া প্রবৃদ্ধি পরিকল্পনাটি নভেম্বরের শেষের দিকে প্রত্যাশিত একটি নতুন প্রণোদনা প্যাকেজের সমান্তরালে প্রস্তুত করা হচ্ছে। ব্যবসায়িক দৈনিক নিক্কেই জানিয়েছে পরিকল্পনাটি ১০ ট্রিলিয়ন ইয়েনের অর্থাৎ ৬৫ বিলিয়ন ডলারের বেশি হতে পারে। টোকিও থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

গত মাসে সংখ্যালঘু সরকারের প্রধান হিসেবে জাপানের পঞ্চম প্রধানমন্ত্রী নিযুক্ত তাকাইচি জাপান গ্রোথ স্ট্র্যাটেজি কাউন্সিল গঠন করেছেন, সোমবার গভীর রাতে এ’টির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

পরে প্রকাশিত নথিতে বিনিয়োগের ক্ষেত্রগুলোর মধ্যে প্রতিরক্ষা, ওষুধ, গুরুত্বপূর্ণ খনিজ, মহাকাশ , সাইবার নিরাপত্তা, কোয়ান্টাম কম্পিউটিং ও পারমাণবিক ফিউশনও অন্তর্ভুক্ত ছিল।

মন্ত্রী ও বিশেষজ্ঞদের উপস্থিতিতে বৈঠকে তাকাইচি বলেন, ‘আমি সংশ্লিষ্ট মন্ত্রীদের এখানে উপস্থাপিত বিষয়বস্তুর জন্য প্রয়োজনীয় সম্পূরক বাজেট নিশ্চিত করতে ও প্রয়োজনীয় কর ব্যবস্থা বাস্তবায়নের জন্য কাজ করতে বলছি।’

তিনি বলেন, ‘আমি আপনাদের এই অর্থনৈতিক ব্যবস্থা চূড়ান্ত হওয়ার জন্য অপেক্ষা না করে অবিলম্বে কী করা যেতে পারে তা শুরু করার জন্য অনুরোধ করছি।’

গত মাসের শেষের দিকে তাকাইচি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের বৈঠকে জাহাজ নির্মাণে সহযোগিতা বৃদ্ধিতে সম্মত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে বৈঠক করবেন ম্যাখোঁ
ইরানে চিকিৎসক হত্যার দায়ে জনসমক্ষে ১ জনের মৃত্যুদণ্ড কার্যকর
দিল্লিতে গাড়ি বিস্ফোরণে জড়িতরা বিচারের সম্মুখীন হবে : প্রতিরক্ষামন্ত্রী
বোয়ালখালীতে সুরঙ্গ থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
বাগেরহাটে ছাত্রদল নেতা নূরে আলম তানুর মৃত্যুবার্ষিকীতে দোয়া 
কুমিল্লা রেলওয়ে স্টেশনে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় মালামাল জব্দ
হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বিচারের জন্য প্রস্তুত
ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হওয়া আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের বড় অর্জন : শিক্ষা উপদেষ্টা
রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১
খুবির সাসটেইনেবিলিটি নেটওয়ার্কের সভাপতি করিনা, সম্পাদক সুমিত
১০