রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১

বাসস
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১৪:৫১

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস) :  রাশিয়া গতকাল সোমবার পূর্ব ইউক্রেনের ক্রামাটোর্স্ক শহরে ড্রোন হামলা চালিয়েছে।  রাশিয়ার ওই হামলায় এক ব্যক্তি নিহত হয়েছে বলে জানা গেছে। এদিকে খারকিভ অঞ্চলে রাশিয়ার হামলায়  তিন ব্যক্তি আহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

যুদ্ধ-পূর্ববর্তী ক্রামাটোরস্কের জনসংখ্যা ছিল প্রায়  ১ লাখ ৫০ হাজার,  যা ডোনেটস্ক অঞ্চলের কয়েকটি বেসামরিক কেন্দ্রের মধ্যে একটি যা এখনও ইউক্রেনীয় নিয়ন্ত্রণে রয়েছে।

নগর পরিষদ টেলিগ্রামে এক পোস্টে  জানায়,  সোমবার সন্ধ্যায় ৩০ মিনিটের মধ্যে সাতটি ড্রোন শহরে আঘাত হেনেছে। প্রাথমিক তথ্য অনুসারে, এক ব্যক্তি নিহত হয়েছে।

নগর পরিষদ আরও বলেছে, ‘রাশিয়ার ড্রোন হামলায় বেসামরিক অবকাঠামো এবং আবাসিক ভবনগুলোতে আগুন লেগে যায়। একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত  হয়েছে।’

গত মাসে ক্রামাটোর্স্কে রাশিয়ান ড্রোন হামলায় দুইজন ইউক্রেনীয় সাংবাদিক নিহত এবং তাদের একজন সহকর্মী আহত হয়। তাদের সংবাদমাধ্যম এবং আঞ্চলিক কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

খারকিভ আঞ্চলিক প্রসিকিউটরের কার্যালয় টেলিগ্রামে লিখেছে, সোমবার উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলের একটি গ্রামে  রাশিয়ার ড্রোন একটি গাড়িতে আঘাত করে, ফলে তিন ব্যক্তি আহত হয়।

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের প্রায় চার বছর পর, উভয় পক্ষই সামরিকভাবে দৃঢ় অবস্থানে রয়েছে।

মস্কোর সেনাবাহিনী সোমবার দাবি করেছে যে তারা বিস্তৃত ফ্রন্ট লাইনের আরও তিনটি গ্রাম দখল করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অপরাধীদের কোন ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
গোপালগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
তৃতীয় দিন সকালের সেশনে কুলসুমকে ঘিরে আশা
অক্সিজেন সিলিন্ডারের মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় চুয়াডাঙ্গায় দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা
চট্টগ্রামে জাল নোট বহনের দায়ে যুবকের কারাদণ্ড
আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা সৃষ্টির প্রতিবাদ ইসলামী ছাত্রশিবিরের
অভ্যন্তরীণ বা বৈদেশিক শক্তির পক্ষে নির্বাচন ব্যাহত করার সুযোগ নেই : শফিকুল আলম
আমাজনে বসবে সবচেয়ে কঠিন জলবায়ু সম্মেলন 
ঘানার ঐতিহাসিক শিল্প নিদর্শন ফেরত দিল বৃটেন ও দক্ষিণ আফ্রিকা
১০