ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে বৈঠক করবেন ম্যাখোঁ

বাসস
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১৫:১২

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস) : ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ মঙ্গলবার প্যারিসে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক  করবেন বলে জানা গেছে। গাজা যুদ্ধবিরতি চুক্তির ‘পূর্ণ বাস্তবায়ন’ নিয়ে এ বৈঠক হতে পারে। ফরাসি প্রেসিডেন্টের  কার্যালয় এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইসরাইলের বিরুদ্ধে ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠীর হামলার ফলে দুই বছরের যুদ্ধের পর হামাস ও ইসরাইলের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতির এক মাস পর এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

৮৯ বছর বয়সী আব্বাস দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধান, যারা পশ্চিম তীরের কিছু অংশের ওপর সীমিত নিয়ন্ত্রণ প্রয়োগ করে এবং চুক্তির আওতায় গাজায় শাসনভার গ্রহণ করার কথা বিবেচনা করা হচ্ছে।

ফরাসি প্রেসিডেন্টর  কার্যালয় জানিয়েছে, ‘দুই নেতা ‘শান্তি পরিকল্পনার পরবর্তী পদক্ষেপগুলো, বিশেষ করে নিরাপত্তা, শাসন এবং পুনর্গঠনের ক্ষেত্রে’ আলোচনা করবেন।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায়, ১০ অক্টোবরের যুদ্ধবিরতি নতুন করে ইসরাইলি হামলা এবং ইসরাইলি সৈন্যদের ওপর ফিলিস্তিনিদের হামলার দাবির মাধ্যমে পরীক্ষামূলকভাবে কার্যকর হয়েছে।

ট্রাম্প গত সপ্তাহে বলেছেন যে, তিনি আশা করেন যে গাজায় ‘খুব শিগগিরই’ যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠন করা হবে।

এই বৈঠকটি ফরাসি প্রেসিডেন্টের সেপ্টেম্বরে জাতিসংঘ সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের পর অনুষ্ঠিত হচ্ছে। এই পদক্ষেপকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ‘ঐতিহাসিক এবং সাহসী’ বলে প্রশংসা করেছে।

আব্বাসের সাথে আলোচনার সময়, ম্যাখোঁ গাজার জন্য মানবিক সহায়তার প্রবেশাধিকার বজায় রাখার এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে পরিবর্তনগুপলভ মোকাবেলা করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মুন্সীগঞ্জে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক কর্মশালা
ইসলামাবাদ আদালতের বাইরে বিস্ফোরণে হতাহতের খবর
টাঙ্গাইলে সিএনজিতে মাইক্রোবাসের ধাক্কা, সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু
সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ ৫ জেলে আটক
মাগুরায় নিম্নমানের শিশুখাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
চট্টগ্রামে জাল নোটের মামলায় এক আসামির ১৪ বছর কারাদণ্ড  
চট্টগ্রামে গ্রাহকের টাকা আত্মসাৎ মামলায় ব্যাংক ম্যানেজারসহ ৩জনের কারাদণ্ড
নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন হওয়া ছাড়া কোনো বিকল্প নেই: মির্জা ফখরুল
ঢাবি মৃৎশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু
বয়সভিত্তিক দল থেকে জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেন ফাহিম
১০