সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ ৫ জেলে আটক

বাসস
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১৬:৩৮

খুলনা, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস): পূর্ব সুন্দরবনে কটকা অভয়ারণ্য এলাকা থেকে হরিণ শিকারের নাইলন ফাঁদ, কীটনাশক ও বরফ বোঝাই নৌকা জব্দ করেছেন বন কর্মকর্তারা। অভিযানে কটকার গাতার খালে অবৈধভাবে মাছ ধরার সময় একটি ট্রলারসহ পাঁচ জেলেকে আটক করা হয়। 

গতকাল সোমবার পৃথকভাবে এসব অভিযান চালানো হয়।

আটক জেলেরা হলেন, বায়েজিদ হোসেন, রেজাউল ইসলাম, শহিদুল ইসলাম, আল আমিন ও মুন্না। তাদের সকলের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামে।

বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা বন স্টেশন কর্মকর্তা, ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। কটকা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন বনরক্ষীরা। অভিযানে একটি নৌকা থেকে হরিণ শিকারের প্রায় ১০০ কেজি নাইলন ফাঁদ, কীটনাশক, বরফ ও শিকারের অন্যান্য উপকরণ জব্দ করা হয়। তবে বন কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে যায়। 

এর আগে গাতার খালে অবৈধভাবে মাছ ধরার সময় ওই পাঁচ জেলেকে আটক করা হয়। 

ফরেস্ট রেঞ্জার খলিলুর রহমান জানান, অনুমতি ছাড়া সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ ও অবৈধ মাছ ধরার জন্য আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জয়পুরহাটে মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিসভা 
২০২৬ বিশ্বকাপই শেষ, জানালেন রোনাল্ডো
স্বৈরাচার পতনের মতো নাশকতাকারীদেরও প্রতিহত করবে ঢাকাবাসী: ডিএমপি কমিশনার
ট্রাম্পকে ছাড়াই জলবায়ু সম্মেলনের মঞ্চে মার্কিন নেতারা
মাদকের চালান ধরিয়ে দেওয়ায় চট্টগ্রামে তারেক হত্যা: এক বছর পর খুলল জট
বাংলাদেশ থেকে উচ্চমূল্যের ফ্যাশনেবল পোশাক আমদানিতে আগ্রহী জাপানি ক্রেতারা
ডিএসইতে আজ লেনদেন ও সূচকে ইতিবাচক প্রবণতা
দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ মিশন 
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরে কৃষকদলের আলোচনা সভা
কোনো অজুহাতে লবণ আমদানি করতে দেয়া হবে না: শিল্পসচিব
১০