
জয়পুরহাট, ১১ নভেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উপলক্ষে জয়পুরহাট জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১ টায় জয়পুরহাটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রস্তুতিসভায় সভাপতিত্ব করেন জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।
বিজয় দিবসের এ প্রস্তুতিসভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেসমিন নাহার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, জেলা আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক প্রমুখ।
সভায় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় এবং সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন উপ-কমিটি গঠন এবং কর্মসূচী নিয়ে আলোচনা করা হয়।