
ঢাকা, ১১ নভেম্বর ২০২৫ (বাসস) : জাতীয় ক্রিকেট লিগে ২৭তম আসরে তৃতীয় রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে খুলনা বিভাগ। স্পিন অলরাউন্ডার মাহেদি হাসানের ব্যাটিং নৈপুণ্যে তৃতীয় রাউন্ডের ম্যাচে আজ খুলনা ২ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম বিভাগকে।
ফলে ৩ ম্যাচ শেষে ২ জয় ও ১টি হারে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠল খুলনা। সমানসংখ্যক ম্যাচে ১টি করে জয়-হার ও ড্র’তে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে চট্টগ্রাম।
চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তৃতীয় রাউন্ডের ম্যাচ জিততে চতুর্থ ও শেষ দিন খুলনা বিভাগের দরকার ছিল ১৮৫ রান এবং চট্টগ্রামের প্রয়োজন ছিল ১০ উইকেট।
চট্টগ্রামের ছুঁড়ে দেওয়া ২৩৭ রানের জবাবে তৃতীয় দিন শেষে বিনা উইকেটে ৫২ রান করেছিল খুলনা। উদ্বোধনী জুটিতে ৮৫ রানে পৌঁছে বিচ্ছিন্ন হন অমিত মজুমদার ও সৌম্য সরকার। ১০ রান নিয়ে দিন শুরু করে ২১ রানে থামেন অমিত। তবে হাফ-সেঞ্চুরির দেখা পান সৌম্য। দলের রান ১শ পার করে বিদায় নেন তিনি। ৬টি চার ও ২টি ছক্কায় ৯০ বলে ৭১ রান করেন সৌম্য।
দলীয় ১০৬ রানে দ্বিতীয় ব্যাটার হিসেবে সৌম্য ফেরার পর চট্টগ্রামের স্পিনার নাইম হাসানের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারায় খুলনা। এতে ১৬৯ রানে সপ্তম উইকেট পতন হয় তাদের। অমিত ও সৌম্যর পর খুলনার মিডল অর্ডারে তিন ব্যাটারকে ফিরিয়ে ইনিংসে পাঁচ উইকেট পূর্ণ করেন নাইম।
অষ্টম উইকেটে জুটি বেঁধে মাহেদি হাসান ও নাহিদুল ইসলাম চট্টগ্রামের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলে ৫৭ রানের জুটি গড়েন। দলের জয় থেকে ১১ রান দূরে থাকতে বিচ্ছিন্ন হন মাহেদি ও নাহিদুল। ২২ রানে আউট হন নাহিদুল।
নাহিদুল ফেরার পর মেহেদি হাসান রানাকে নিয়ে খুলনার জয় নিশ্চিত করেন মাহেদি। ৭টি চার ও ১টি ছক্কায় ৪৯ বলে অপরাজিত ৫০ রান করেন মাহেদি। ২ রানে অপরাজিত থাকেন রানা। চট্টগ্রামের নাইম ১০৫ রানে ৫ উইকেট নেন।
ম্যাচ সেরা হয়েছেন সৌম্য।