মুশফিককে সরিয়ে স্টাম্পিংয়ের রেকর্ড লিটনের

বাসস
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ২০:২৮
ছবি : সংগৃহীত

ঢাকা, ১১ নভেম্বর ২০২৫ (বাসস) : বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ স্টাম্পিংয়ের রেকর্ড গড়লেন উইকেটরক্ষক লিটন দাস। 

আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন দু’টি স্টাম্পিং করেন লিটন। ফলে মুশফিককে সরিয়ে সর্বোচ্চ স্টাম্পিংয়ের মালিক হন লিটন।  

গত জুনে গল-এ সিরিজের প্রথম টেস্টে শ্রীলংকার বিপক্ষে ম্যাচে স্টাম্পিং আউট করে মুশফিকের পাশে বসেছিলেন লিটন। তখন দু’জনেরই ১৫টি করে স্টাম্পিং ছিল। 

আয়ারল্যান্ডের বিপক্ষে স্পিনার হাসান মুরাদের বলে লরকান টাকারকে স্টাম্পড আউট করে মুশফিককে ছাড়িয়ে যান লিটন। এরপর আরেক স্পিনার মেহেদি হাসান মিরাজের বলে এন্ডি ম্যাকব্রিনকেও স্টাম্পড আউট করেন লিটন। এতে ৫১ ম্যাচের ৬৬ ইনিংসে লিটনের স্টাম্পিং গিয়ে দাঁড়াল ১৭তে। 

৯৯ ম্যাচের ৯৯ ইনিংসে ১৫টি স্টাম্পিং আউট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে নেমে গেলেন মুশফিক। 

টেস্টে সবচেয়ে বেশি স্টাম্পিংয়ের রেকর্ড অস্ট্রেলিয়ার বার্ট ওল্ডফিল্ডের। ১৯২০ থেকে ১৯৩৭ সাল পর্যন্ত অসিদের হয়ে ৫৪ টেস্টে ৫২টি স্টাম্পিং করেছেন ৮১ বছর বয়সে মারা যাওয়া ওল্ডফিল্ড।

বাংলাদেশের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ স্টাম্পিংয়ের রেকর্ড মুশফিকের। ৪৭৪ ম্যাচ খেলে ১০১টি স্টাম্পিং করেছেন তিনি। টেস্টে ১৫টি, ওয়ানডেতে ৫৬টি ও টি-টোয়েন্টিতে ৩০টি স্টাম্পিং করেন মুশি। 

এক্ষেত্রে মুশফিকের পর ৪৪টি স্টাম্পিং নিয়ে খালেদ মাসুদ পাইলট দ্বিতীয় স্থানে এবং লিটন ৩৪টি স্টাম্পিং করে তৃতীয় স্থানে আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফায়ার সার্ভিস সচেতনতা বৃদ্ধির জন্য মোবাইল কোর্ট পরিচালনা করেছে 
আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে ছাত্রশিবিরের কর্মসূচি ঘোষণা
বিএনপি হচ্ছে গণতন্ত্রের চ্যাম্পিয়ন একটি রাজনৈতিক দল : রিজভী
ঠাকুরগাঁওয়ের টং দোকানির মেয়ের নিশানায় বাংলাদেশের সোনার স্বপ্ন
নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে : আমীর খসরু
গণমাধ্যমে ভুলভাবে প্রকাশিত বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হতে নেতাকর্মীদের প্রতি মির্জা ফখরুলের আহ্বান
হাইকোর্টে ২২ জন স্থায়ী বিচারপতি নিয়োগ
আইন সংস্কারের ফলে আদালতে মামলার চাপ এক-চতুর্থাংশ কমবে : আইন উপদেষ্টা
নভেম্বরের ১০ দিনে রেমিট্যান্স প্রবাহে ৩৫.২ শতাংশ প্রবৃদ্ধি
সাতক্ষীরায় অস্ত্র ও মাদকসহ আটক ১
১০