
ঢাকা, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় ক্রিকেট লিগে ২৭তম আসরে টানা তৃতীয় ম্যাচ ড্র করল ঢাকা বিভাগ ও ময়মনসিংহ বিভাগ। প্রথম দুই রাউন্ড ড্র’র পর তৃতীয় রাউন্ড সমতায় শেষ করেছে তারা।
তৃতীয় রাউন্ডও ড্র করে সমান ৬ করে পয়েন্ট নিয়ে ঢাকা পঞ্চম ও ময়মনসিংহ সপ্তম স্থানে আছে। ঢাকা ও ময়মনসিংহের মত প্রথম তিন রাউন্ডের ম্যাচ ড্র করেছে রংপুর বিভাগ ও সিলেট বিভাগ।
কক্সবাজার একাডেমি মাঠে ময়মনসিংহ বিভাগের ৩৩৬ রানের জবাবে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ২২৫ রান করেছিল ঢাকা। ৬ উইকেট হাতে নিয়ে ১১১ রানে পিছিয়ে ছিল তারা।
চতুর্থ ও শেষ দিন মার্শাল আইয়ুব ও আনিসুল ইসলাম ইমনের জোড়া হাফ-সেঞ্চুরিতে ৩৮৮ রান তুলে গুটিয়ে যায় ঢাকা। মার্শাল ৭২ ও ইমন অপরাজিত ৭৯ রান করেন।
ময়মনসিংহের শহিদুল ইসলাম ৪ ও শুভাগত হোম ৩ উইকেট নেন।
৫২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে দিন শেষে বিনা উইকেটে ৯৭ রান তুলেছে ময়মনসিংহ। ওপেনার মাহফিজুল ইসলাম ৫১ ও মোহাম্মদ নাইম ৪৪ রানে অপরাজিত থাকেন।
প্রথম ইনিংসে নয় নম্বরে ব্যাট হাতে নেমে ৭৯ রান ও বল হাতে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ময়মনসিংহের শহিদুল।