কোনো অজুহাতে লবণ আমদানি করতে দেয়া হবে না: শিল্পসচিব

বাসস
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১৭:৫৪
ছবি : বাসস

কক্সবাজার, ১১ নভেম্বর, ২০২৫(বাসস): শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান বলেছেন, মিল মালিক ও প্রান্তিক চাষিদের অধিকার সুরক্ষা করে লবণ উৎপাদনে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে উদ্যোগ নেওয়া হবে।

আজ মঙ্গলবার সকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিসিকের আয়োজনে স্থানীয় লবণ মিল মালিকদের সঙ্গে বার্ষিক পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নিজামউদ্দিন আহমেদসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন। এ সময় পদস্থ সরকারি কর্মকর্তা, বিসিক, লবণ মিল মালিক ও প্রান্তিক লবণচাষি সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

সভায় বর্তমান লবণের মজুত, ন্যায্যমূল্য নির্ধারণ, লবণ মিল মালিক, প্রান্তিক চাষিদের সমস্যা ও লবণ শিল্পের সম্ভাবনার বিষয়ে আলোচনা করা হয়। 

সভা শেষে শিল্পসচিব ওবায়দুর রহমান বলেন, লবণ শিল্পের আড়ালে কোনো অজুহাতে খাবার লবণ আমদানি করতে দেওয়া হবে না। এ ব্যাপারে মন্ত্রণালয় কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

সভায় অংশগ্রহণকারীরা মাঠ পর্যায়ে লবণের ন্যায্যমূল্য নির্ধারণে নানা মতামত তুলে ধরেছেন জানিয়ে শিল্পসচিব বলেন, সংশ্লিষ্টদের উত্থাপিত প্রস্তাবনা সরকারের উচ্চ পর্যায়ে পর্যালোচনা করে ন্যায্যমূল্য নির্ধারণে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কক্সবাজারে জমি পেলে লবণ সংরক্ষাণাগার গড়ে তোলা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মালিতে পুনরায় কার্যক্রম শুরু করছে এমএসসি শিপিং গ্রুপ
আইজিপির সঙ্গে রেড ক্রস প্রতিনিধিদলের সাক্ষাৎ
দুদকের মামলায় ইটিভির চেয়ারম্যান আব্দুস সালাম খালাস
হ্যাটট্রিক ড্র রংপুর ও সিলেটের
বিএমইউতে মাল্টিপল মাইলোমা নিয়ে আন্তর্জাতিক লেকচার
মাহেদির ব্যাটিং নৈপুণ্যে চট্টগ্রামকে হারিয়ে শীর্ষে খুলনা
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে ৫৬৭ কোটি টাকার প্রকল্প অনুমোদন
ঢাবি বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ১৮ শিক্ষার্থীকে গবেষণা অনুদান প্রদান 
সংস্কারের পক্ষে যারা অবস্থান নেবে, তাদের সঙ্গে জোটবদ্ধ হতে পারে এনসিপি : হাসনাত আবদুল্লাহ
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
১০