হ্যাটট্রিক ড্র রংপুর ও সিলেটের

বাসস
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১৯:১১ আপডেট: : ১১ নভেম্বর ২০২৫, ১৯:১৪

ঢাকা, ১১ নভেম্বর ২০২৫ (বাসস) : জাতীয় ক্রিকেট লিগে ২৭তম আসরে হ্যাটট্রিক ড্র’র স্বাদ নিয়েছে রংপুর বিভাগ ও সিলেট বিভাগ। প্রথম দুই রাউন্ডে ড্র করার পর তৃতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছিল রংপুর ও সিলেট। তৃতীয় রাউন্ডে একে অপরের বিপক্ষে ড্র করেছে দু’দল। 

এই ড্র’তে ৩ ম্যাচে সমান ৬ করে পয়েন্ট নিয়ে রংপুর ষষ্ঠ ও সিলেট অষ্টম স্থানে আছে। 

কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে ৫ উইকেট হাতে নিয়ে ১২৭ রানে এগিয়ে ছিল সিলেট। প্রথম ইনিংস থেকে পাওয়া ৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে দিন শেষে ৫ উইকেটে ১৭৩ রান করেছিল সিলেট।

চতুর্থ দিন ওপেনার মুবিন আহমেদ দিশানের সেঞ্চুরিতে ৯ উইকেটে ২৯৪ রানে ইনিংস ঘোষণা করে সিলেট বিভাগ। এতে রংপুরকে ২৪৯ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় সিলেট।

৭৬ রান নিয়ে খেলতে নেমে ১৪১ রানে থামেন দিশান। ২৬২ বল খেলে ১০টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। 

এছাড়া সিলেটের হয়ে শাহানুর রহমান ৩৯, সৈকত আলি ৩৩ ও আসাদুল্লাহ আল গালিব ২৩ রান করেন। রংপুরের রবিউল হক ৩টি, মুকিদুল ইসলাম ও আল মামুন ২টি করে উইকেট নেন।

রান তাড়া করতে নেমে ১৩ রানে ২ উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়ে রংপুর। তৃতীয় উইকেটে ৭১ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন আল মামুন ও নাইম ইসলাম। 

এরপর মামুন ৪৩ ও মিম মোসাদ্দেক ১ রানে আউট হলেও ম্যাচ ড্র হবার আগ পর্যন্ত নাইম ৩৪ ও রবিউল ৬ রানে অপরাজিত থাকেন। এসময় ৪ উইকেটে ১১২ রান করে রংপুর।

দ্বিতীয় ইনিংসে নান্দনিক সেঞ্চুরিতে ১৪১ রানের সুবাদে ম্যাচ সেরা হন সিলেটের দিশান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে নাশকতা পরিকল্পনার অভিযোগে ৫ ছাত্রলীগ কর্মী আটক
ঢাবি বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীরা পেলেন গবেষণা অনুদান এবং বৃত্তি
চাঁদপুরের খুদে ফুটবলার সোহান পাচ্ছে বিকেএসপির স্কলারশিপ
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি : আসাদুল হাবিব দুলু 
মুশফিককে সরিয়ে স্টাম্পিংয়ের রেকর্ড লিটনের
তরুণদের উন্নত জীবন উপহার দেওয়া জুলাই বিপ্লবের তাৎপর্যময় বাস্তবায়ন : ফয়েজ আহমদ তৈয়্যব 
টানা তৃতীয় ড্র ঢাকা ও ময়মনসিংহর
অবশ্যই জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে : জামায়াত আমির
কর্মকর্তা-কর্মচারীদের সন্তানের জন্য পেশাদার ডে কেয়ার সেবা চালু করেছে বিডা
বোলারদের নৈপুণ্যে প্রথম জয় বরিশালের
১০