
ঢাকা, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস) : বোলারদের নৈপুণ্যে জাতীয় ক্রিকেট লিগে ২৭তম আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে বরিশাল বিভাগ। তৃতীয় রাউন্ডের ম্যাচে আজ বরিশাল ৫৪ রানে হারিয়েছে রাজশাহী বিভাগকে।
প্রথম দুই রাউন্ডে ১টি করে হার ও ড্র’র পর অবশেষে জয়ের দেখা পেল বরিশাল। ৩ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠল বরিশাল। সমানসংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে রাজশাহী।
খুলনা বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের তৃতীয় দিন শেষে বরিশালের ছুঁড়ে দেওয়া ২৪৬ রানের টার্গেটে বিনা উইকেটে ৫ রান করেছিল রাজশাহী। ১০ উইকেট হাতে নিয়ে আরও ২৪১ রান দরকার ছিল রাজশাহীর।
উদ্বোধনী জুটিতে ৫৯ রান তুলে বিচ্ছিন্ন হন রাজশাহীর দুই ওপেনার মিজানুর রহমান ও অধিনায়ক সাব্বির রহমান। দলীয় ৬৬ রানের মধ্যে দুই ওপেনারকে বিদায় দেন বরিশালের পেসার ইয়াসিন আরাফাত। মিজানুর ২৫ ও সাব্বির ৩৩ রানে আউট হন।
ইয়াসিনের জোড়া আঘাতের পর রাজশাহীকে চেপে ধরেন বাঁ-হাতি স্পিনার ও অধিনায়ক তানভীর ইসলাম ও পেসার রুয়েল মিয়া। দু’জনের ৫ উইকেট শিকারে ১১৩ রানে সপ্তম ব্যাটারকে হারায় রাজশাহী।
অষ্টম উইকেটে জুটিতে রানের চাকা সচল করে ৫৩ রানের জুটি গড়ে রাজশাহীর জয়ের আশা ধরে রাখেন রহিম ও নিহাদুজ্জামান।
তবে ৩ রানের ব্যবধানে রহিম ও নিহাদুজ্জামানকে ফিরিয়ে রাজশাহীকে হারের মুখে ঠেলে দেন ইয়াসিন। শেষ ব্যাটার আলি মোহাম্মদকে শিকার করে বরিশালের প্রথম জয় নিশ্চিত করেন তানভীর। ১৯১ রানে গুটিয়ে যায় রাজশাহী।
রহিম ৩৩, নিহাদুজ্জামান ২৯ ও আলি ১৪ রান করেন। বরিশালের তানভীর ও ইয়াসিন ৪টি করে এবং রুয়েল ২ উইকেট নেন।
প্রথম ইনিংসে ৫ ও দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন বরিশালের তানভীর।