
ঢাকা, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস): ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সচেতনতা বৃদ্ধি ও অগ্নিনিরাপত্তা জোরদার করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে।
আজ মঙ্গলবার রাজধানীর শ্যামবাজার ও সূত্রাপুরে বিভিন্ন ধরনের কেমিক্যাল গোডাউনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন মোবাইল কোর্ট পরিচালনা করেন।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এ লক্ষ্যে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এসকে ট্রেডার্সের কর্মকর্তা-কর্মচারী নয়ন দেবনাথ, মিজানুর রহমান ও দীপংকর রায়কে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে অতিরিক্ত ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ ছাড়া প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী সুশীল পাল, মনোরঞ্জন শিব ও মো. হাসেমকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
আবাসিক এলাকায় নীতিমালা না মেনে কেমিক্যাল গুদামজাত করা, যথাযথ অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না থাকা এবং সরকারি নির্দেশনা পালন না করায় উক্ত শাস্তি প্রদান করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, ‘সচেতনতা বৃদ্ধির নানা কার্যক্রম পরিচালনা করার পাশাপাশি অগ্নিনিরাপত্তা জোরদার করার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।