
ঢাকা, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস) : জ্বালানি অবরোধ ও নিরাপত্তা পরিস্থিতি অবনতি সত্ত্বেও মালিতে পুনরায় কার্যক্রম শুরু করেছে জেনেভাভিত্তিক এমএসসি শিপিং গ্রুপ।
মাত্র কয়েক দিন আগে সংস্থাটি একটি সশস্ত্র গোষ্ঠী কর্তৃক জ্বালানি অবরোধের কারণে মালিতে তাদের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছিল। বামাকো থেকে বার্তা সংস্থা এএফপি এ সংবাদ জানায়।
গত কয়েক সপ্তাহ ধরে আল-কায়েদা সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠী জেএনআইএম মালিতে জ্বালানি সরবরাহে অবরোধ আরোপ করে, যার ফলে স্থলবেষ্টিত সাহেলীয় দেশটির অর্থনীতি প্রায় স্থবির হয়ে পড়ে।
বিশ্বের অন্যতম বৃহৎ নৌপরিবহন সংস্থা এমএসসি গত বৃহস্পতিবার ঘোষণা দিয়েছিল যে, মালিগামী পণ্যের সড়ক পরিবহন অস্থায়ীভাবে স্থগিত থাকবে এবং নতুন কোনো বুকিং গ্রহণ করা হবে না। তবে সোমবার মালির সরকারের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর পর সংস্থাটি তাদের অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয়।
এমএসসি মালির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, সফল আলোচনার পর আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। ফলে ৬ নভেম্বরের স্থগিতাদেশ বাতিল করা হলো।
এর আগে বিশ্বের তৃতীয় বৃহত্তম শিপিং কোম্পানি ফরাসি নৌপরিবহন কোম্পানি সিএমএ-সিজিএম, মালিতে তাদের কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয়। পরে সরকারের সঙ্গে চুক্তিতে পৌঁছে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে তারা।
জ্বালানি সংকটের কারণে মালিতে গত দুই সপ্তাহ ধরে স্কুল ও কৃষি ফসল তোলা বন্ধ এবং বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছিল।
উল্লেখ্য, ২০২০ ও ২০২১ সালে পরপর দুটি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণকারী দেশটির সামরিক জান্তা এই সশস্ত্র গোষ্ঠীকে দমন করার প্রতিশ্রুতি দিয়েছিল। যা এক দশকেরও বেশি সময় ধরে দেশটিকে অস্থিতিশীল করে রেখেছে।