ঘানার ঐতিহাসিক শিল্প নিদর্শন ফেরত দিল বৃটেন ও দক্ষিণ আফ্রিকা

বাসস
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১৫:৩৭

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস) : ১৮৭০-এর দশক থেকে ২০ শতকের শুরুর দিকে নিয়ে যাওয়া ১৩০টিরও বেশি স্বর্ণ ও ব্রোঞ্জের ঐতিহাসিক শিল্প নিদর্শন ঘানাকে ফিরিয়ে দিয়েছে বৃটেন ও দক্ষিণ আফ্রিকা। পশ্চিম আফ্রিকার দেশটির আসান্তে সাম্রাজ্যের রাজা বিষয়টি ঘোষণা করেছেন।

আক্রা থেকে এএফপি জানায়, রাজা ‘ওতুমফু ওসেই তুতু দ্বিতীয়’ আসান্তে রাজ্যের কুমাসির মানহিয়া প্রাসাদ জাদুঘরে রোববার এসব নিদর্শন গ্রহণ করেন। রাজপরিবারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ফিরিয়ে দেওয়া নিদর্শনের মধ্যে ছিল রাজকীয় অলঙ্কার, বাদ্যযন্ত্র ও স্বর্ণের বাটখারা। ৪৫ থেকে ১৬০ বছর পুরনো এসব সামগ্রীতে আসান্তে সাম্রাজ্যের শাসনব্যবস্থা, আধ্যাত্মিক বিশ্বাস ও স্বর্ণের গুরুত্ব উঠে এসেছে।

অনুষ্ঠানে আসান্তে রাজা দক্ষিণ আফ্রিকার খনি কোম্পানি অ্যাঙ্গলোগোল্ড আশান্তিকে ধন্যবাদ জানান। কারণ, প্রতিষ্ঠানটি খোলা বাজার থেকে কেনা কয়েকটি নিদর্শন ২০২৪ সালে ঘানাকে ফিরিয়ে দেয়।

সর্বশেষ ফিরিয়ে দেওয়া নিদর্শনের মধ্যে ছিল জেনেভার বার্বিয়ার-মুলার জাদুঘরের সংগ্রহে থাকা ১১০টি সামগ্রী। সংগ্রাহক জোসেফ মুলার এগুলো ১৯০৪ সালে সংগ্রহ করেছিলেন।

এছাড়া, বৃটিশ শিল্প ইতিহাসবিদ হারমিওনি ওয়াটারফিল্ড আরও ২৫টি নিদর্শন দিয়েছেন। তিনি ১৯৭১ সালে ক্রিস্টিসে ট্রাইবাল আর্ট বিভাগ প্রতিষ্ঠা করেন।

শিল্প ইতিহাসবিদ ও মানহিয়া প্রাসাদ জাদুঘরের পরিচালক আইভর আয়েম্যান-দুয়াহ জানান, ওয়াটারফিল্ডের দেওয়া সামগ্রীর মধ্যে একটি কাঠের ঢোল রয়েছে। ধারণা করা হয়, ১৯০০ সালে কুমাসিতে বৃটিশ ঔপনিবেশিক বাহিনীর অভিযানের সময় এটি জব্দ করা হয়েছিল।

এছাড়া, ২০২৪ সালে মানহিয়া প্রাসাদ জাদুঘর বৃটিশ মিউজিয়াম, লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়াম এবং লস অ্যাঞ্জেলেসের ফাউলার মিউজিয়াম থেকে ৬৭টি সাংস্কৃতিক নিদর্শন ফেরত বা ধার হিসেবে পেয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে দুর্নীতির অভিযোগে ৪ এজেন্সির বিরুদ্ধে দুদকের মামলা
সবুজ অন্তর্ভুক্তিমূলক অর্থায়নকে জাতীয় কাঠামো হিসেবে গ্রহণের আহ্বান
প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
মানবিক রাষ্ট্র গঠনের প্রত্যাশায় দেশের মানুষ পরিবর্তনের রাজনীতি চায় : এবি পার্টি চেয়ারম্যান
কৃষিজমি সুরক্ষা অধ্যাদেশ প্রণয়ন ও বাস্তবায়ন প্রয়োজন: ভূমি উপদেষ্টা
দিনাজপুরে পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৮৬ জন গ্রেফতার
সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ১৯ জনের বিরুদ্ধে দুদকের ৪ মামলা
রাজনৈতিক দলের সঙ্গে ১৩ নভেম্বর থেকে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার 
গোপালগঞ্জে নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
১০