
ফরিদপুর, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস): ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফারুক হোসেনকে ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠায় ফরিদপুরের কোতয়ালী থানা পুলিশ। এর আগে সোমবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার মো. আব্দুল জলিল আজ দুপুরে তার কার্যালয়ের সম্মেলন কক্ষেে এক সংবাদ সম্মেলনে জানান, আগামী ১৩ নভেম্বর ঢাকা লকডাউন সফল করতে সাবেক সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী নিক্সন পাঁচ লাখ টাকা দেন ফারুক হোসেনকে। এর মধ্যে চার লাখ টাকা তিনি খরচ করেছেন। ফারুক হোসেনের নামে ফরিদপুরের কোতয়ালী থানায় চারটি এবং রাজধানীর সুত্রাপুর থানায় দুটিসহ মোট ছয়টি মামলা রয়েছে।
পুলিশ সুপার বলেন, ফারুক হোসেনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে আরও একটি মামলা হবে।