ডিএসইতে আজ লেনদেন ও সূচকে ইতিবাচক প্রবণতা

বাসস
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১৮:০৫

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস): দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেন ও সূচকে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। সার্বিক বাজারে অগ্রগামী কোম্পানির সংখ্যা ছিল পতনোন্মুখ কোম্পানির তুলনায় বেশি। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজকের লেনদেন শেষ হয়েছে।

আজ ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ১২.০২ পয়েন্ট বেড়ে ৪,৮৭২.৭৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএস-৩০ সূচক ৬.৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৯১৭.১২ পয়েন্টে এবং শরীয়াহ সূচক (ডিএসইএস) ৬.৪৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১,০১৭.১৬ পয়েন্টে স্থিত হয়েছে।

ডিএসইর দৈনিক বাজার প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আজ মোট ৩৮৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮৩টির দর বেড়েছে, ১৪৪টির কমেছে এবং ৬২টির দর অপরিবর্তিত রয়েছে। দিন শেষে মোট ১ লাখ ৩০ হাজার ২৪৯টি লেনদেনের মাধ্যমে ১১ কোটি ২৬ লাখ ৭৮ হাজার ১১টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের মোট মূল্য দাঁড়িয়েছে ৩৩৯ কোটি ৭৫ লাখ ৮ হাজার ৫৬১ টাকা।

লেনদেনের (মূল্য অনুযায়ী) শীর্ষ ১০ কোম্পানি : সামিট অ্যালায়েন্স পোর্ট, আনোয়ার গ্যালভানাইজিং, ওরিয়ন ইনফিউশন, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, রানার অটোমোবাইলস, স্কয়ার ফার্মা, খান ব্রাদার্স পিপি, মনোস্পুল বিডি ও শাহজিবাজার পাওয়ার।

দরবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি : আল-আরাফাহ ইসলামী ব্যাংক, বারাকা পতেঙ্গা পাওয়ার, ইফাদ অটো, রানার অটোমোবাইলস, অগ্নি সিস্টেম, সোনারগাঁও টেক্সটাইল, শাহজিবাজার পাওয়ার, আমান ফিড, বিডি অটোকার ও আইসিবি।

দরপতনের শীর্ষ ১০ কোম্পানি : ফ্যামিলি টেক্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, আনোয়ার গ্যালভানাইজিং, পাওয়ার গ্রিড, ম্যাকসন্স স্পিনিং, বে-লিজিং, বিএসআরএম স্টিল, ইবিএলএনআরবি মিউচুয়াল ফান্ড, ফনিক্স ফাইন্যান্স ও প্রাইম টেক্সটাইল।

ক্যাটাগরি ভিত্তিক বিশ্লেষণ

‘এ’ ক্যাটাগরির ২১১টির মধ্যে ৯৩টির দর বেড়েছে, ৮২টির কমেছে এবং ৩৬টি অপরিবর্তিত ছিল।

‘বি’ ক্যাটাগরির ৮০টির মধ্যে ৪৫টির দর বেড়েছে, ১৯টির কমেছে এবং ১৬টি অপরিবর্তিত ছিল।

‘জেড’ ক্যাটাগরির ৯৮টির মধ্যে ৪৫টির দর বেড়েছে, ৪৩টির কমেছে এবং ১০টি অপরিবর্তিত ছিল।

‘এন’ ক্যাটাগরিতে আজ কোনো লেনদেন হয়নি।

অন্যান্য খাত

মিউচুয়াল ফান্ডে ১টির দর বেড়েছে, ২৩টির কমেছে এবং ১১টি অপরিবর্তিত ছিল, কর্পোরেট বন্ডে ১টির দর বেড়েছে, ২টি অপরিবর্তিত ছিল, সরকারি সিকিউরিটিজে কোনো লেনদেন হয়নি।

বাজার মূলধন

ইকুইটি মার্কেট ক্যাপিটালাইজেশন : ৩,২৫,৪০৮ কোটি ৪৫ লাখ ৮৪ হাজার ৩৯২ টাকা, মিউচুয়াল ফান্ড : ২,২৫৯ কোটি ৫২ লাখ ৭৮ হাজার ৯৯১ টাকা, ঋণপত্র (ডেট সিকিউরিটিজ) : ৩,৮৭,০৫৬ কোটি ৩৮৭ লাখ ১৬ হাজার ৪৭ হাজার ২০২ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
উন্নয়ন প্রকল্প গ্রহণ করায় স্থানীয় সরকার উপদেষ্টাকে সাতক্ষীরাবাসীর অভিনন্দন
মালিতে পুনরায় কার্যক্রম শুরু করছে এমএসসি শিপিং গ্রুপ
আইজিপির সঙ্গে রেড ক্রস প্রতিনিধিদলের সাক্ষাৎ
দুদকের মামলায় ইটিভির চেয়ারম্যান আব্দুস সালাম খালাস
হ্যাটট্রিক ড্র রংপুর ও সিলেটের
বিএমইউতে মাল্টিপল মাইলোমা নিয়ে আন্তর্জাতিক লেকচার
মাহেদির ব্যাটিং নৈপুণ্যে চট্টগ্রামকে হারিয়ে শীর্ষে খুলনা
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে ৫৬৭ কোটি টাকার প্রকল্প অনুমোদন
ঢাবি বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ১৮ শিক্ষার্থীকে গবেষণা অনুদান প্রদান 
সংস্কারের পক্ষে যারা অবস্থান নেবে, তাদের সঙ্গে জোটবদ্ধ হতে পারে এনসিপি : হাসনাত আবদুল্লাহ
১০