
পিরোজপুর, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা কৃষকদলের আয়োজনে আজ মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত। প্রধান বক্তব্য দেন, কৃষকদলের কেন্দ্রীয় সংসদের সহ-সমবায় বিষয়ক সম্পাদক কৃষিবিদ সিরাজুন্নবী মামুন।
বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আসাদুজ্জামান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতারউজ্জামান মাসুম, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম বাবু এবং জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিদ রশিদ (বাপ্পি)।
কৃষকদল পিরোজপুর জেলা শাখার সভাপতি নাছির আহমদ বাচ্চু সভায় সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক মো. হাবিব খান।
সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। এই দিনে জাতির ঐক্য, দেশপ্রেম ও স্বাধীনতার চেতনা নতুন করে জাগ্রত হয়েছিল। বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।