জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরে কৃষকদলের আলোচনা সভা

বাসস
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১৭:৫৭
মঙ্গলবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে কৃষকদলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

পিরোজপুর, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা কৃষকদলের আয়োজনে আজ মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত। প্রধান বক্তব্য দেন, কৃষকদলের কেন্দ্রীয় সংসদের সহ-সমবায় বিষয়ক সম্পাদক কৃষিবিদ সিরাজুন্নবী মামুন।

বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আসাদুজ্জামান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতারউজ্জামান মাসুম, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম বাবু এবং জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিদ রশিদ (বাপ্পি)।

কৃষকদল পিরোজপুর জেলা শাখার সভাপতি নাছির আহমদ বাচ্চু সভায় সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক মো. হাবিব খান।

সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। এই দিনে জাতির ঐক্য, দেশপ্রেম ও স্বাধীনতার চেতনা নতুন করে জাগ্রত হয়েছিল। বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
উন্নয়ন প্রকল্প গ্রহণ করায় স্থানীয় সরকার উপদেষ্টাকে সাতক্ষীরাবাসীর অভিনন্দন
মালিতে পুনরায় কার্যক্রম শুরু করছে এমএসসি শিপিং গ্রুপ
আইজিপির সঙ্গে রেড ক্রস প্রতিনিধিদলের সাক্ষাৎ
দুদকের মামলায় ইটিভির চেয়ারম্যান আব্দুস সালাম খালাস
হ্যাটট্রিক ড্র রংপুর ও সিলেটের
বিএমইউতে মাল্টিপল মাইলোমা নিয়ে আন্তর্জাতিক লেকচার
মাহেদির ব্যাটিং নৈপুণ্যে চট্টগ্রামকে হারিয়ে শীর্ষে খুলনা
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে ৫৬৭ কোটি টাকার প্রকল্প অনুমোদন
ঢাবি বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ১৮ শিক্ষার্থীকে গবেষণা অনুদান প্রদান 
সংস্কারের পক্ষে যারা অবস্থান নেবে, তাদের সঙ্গে জোটবদ্ধ হতে পারে এনসিপি : হাসনাত আবদুল্লাহ
১০