
ঢাকা, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ১৮ জন শিক্ষার্থীকে ৫ লাখ ৮০ হাজার টাকার গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করা হয়েছে।
আজ বিভাগীয় মিলনায়তনে দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের সহযোগিতায় বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। এদের মধ্যে দুইজন পিএইচ.ডি গবেষক, একজন এম.ফিল গবেষক, দুইজন এম.এ রিসার্চ মনোগ্রাফ এবং ১৩ জন শিক্ষার্থীকে ‘সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী স্মৃতি বৃৃৃৃত্তি এবং সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী গবেষণা বৃত্তি’ প্রদান করা হয়।
বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে দর্শন বিভাগের অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তাফা আবুলউলায়ী এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি শাহজাদা সৈয়দ ইরফানুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
গবেষণা অনুদান ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মো. রবিউল হোসেন, মেজবাহ উল আলম, মুহাম্মদ আলী আজগর, তাসমিয়া হোসেন, মেহজাবিন আহমেদ, বিপুল পাল, মোছা. মিশকাত জাহান সৃষ্টি, কুমারী পুজা কর্মকার, মোছা. তাছলিমা হক, রুমি পারভীন, নুর নাহার খাতুন, ওবায়দুল্লাহ, মোছা. শারমিন সুলতানা সিমা, হাফসা বিনতে হেলাল, মো. ফারুক মিয়া, মো. অনিক মিয়া, সীমা রানী মাহতো এবং আসমা সুলতানা লিজা।