গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে ৫৬৭ কোটি টাকার প্রকল্প অনুমোদন

বাসস
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১৯:০২

ঢাকা, ১১ নভেম্বর ২০২৫ (বাসস) : উচ্চশিক্ষা ও কৃষি গবেষণার মানোন্নয়নের লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে ৫৬৭ কোটি ২৯ লাখ টাকার একটি বৃহৎ প্রকল্প গ্রহণ করেছে সরকার।

‘গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন' শীর্ষক প্রকল্পটি গতকাল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদিত হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রস্তাবিত প্রকল্পটির সম্পূর্ণ অর্থায়ন করবে বাংলাদেশ সরকার। প্রকল্পের আওতাভুক্ত এলাকা গাজীপুর সিটি কর্পোরেশনের অন্তর্গত, যা ঢাকা বিভাগের একটি উদীয়মান শিক্ষা ও শিল্পাঞ্চল।

সরকারি কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, এই অবকাঠামো উন্নয়ন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র‌্যাংকিং উন্নত করতে, বিদেশি শিক্ষার্থী আকর্ষণ করতে এবং কৃষি শিক্ষায় বাংলাদেশের অবস্থানকে আরও দৃঢ় করতে সহায়ক হবে।

পরিকল্পনা কমিশনের এক কর্মকর্তা বাসসকে জানান, প্রকল্পটি দীর্ঘমেয়াদি লক্ষ্য পূরণে সহায়ক হবে, যার মধ্যে রয়েছে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, দক্ষ জনশক্তি গঠন এবং কৃষি শিক্ষার সার্বিক মানোন্নয়ন। প্রকল্প বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে অক্টোবর ২০২৫ থেকে সেপ্টেম্বর ২০২৮ পর্যন্ত, অথবা একনেক অনুমোদনের তারিখ থেকে তিন বছর, যেটি পরে হয়।

প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে দেশের কৃষি উচ্চশিক্ষার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক স্বীকৃতির উপযোগী সুযোগ-সুবিধা নিশ্চিত হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

তিনি বলেন, ‘প্রকল্পটি শেষ হলে উন্নত একাডেমিক মান, অত্যাধুনিক গবেষণাগার এবং স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য আধুনিক গবেষণা পরিবেশ নিশ্চিত হবে।’

তিনি আরও বলেন, এই প্রকল্পের মাধ্যমে আধুনিক কৃষি অর্থনীতির জন্য প্রয়োজনীয় দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি গড়ে তোলা সম্ভব হবে, যা বিদেশি কারিগরি নির্ভরতা কমাতে সহায়ক  হবে।

প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছে কয়েকটি বৃহৎ নির্মাণ কার্যক্রম, যার মধ্যে রয়েছে বন ও পরিবেশ অনুষদ এবং কৃষি ও বায়ো-রিসোর্স প্রকৌশল অনুষদের জন্য দুটি ১০ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ, যার ভিত্তিও ১০ তলা গভীর হবে।

এছাড়া, কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের বিদ্যমান ভবনটি ৫ম তলা থেকে ১০ম তলা পর্যন্ত ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করা হবে, যাতে ক্রমবর্ধমান একাডেমিক চাহিদা পূরণ করা যায়। প্রস্তাবে আরও রয়েছে একটি আধুনিক ক্রীড়া কমপ্লেক্স, অভ্যন্তরীণ সড়ক নেটওয়ার্ক এবং নিরাপদ ও সুশৃঙ্খল ক্যাম্পাস নিশ্চিত করতে সীমানা প্রাচীর নির্মাণ।

শিক্ষা, গবেষণা এবং ল্যাবভিত্তিক শিক্ষাকে সহায়তা করতে প্রয়োজনীয় গবেষণাগার সরঞ্জাম ও অফিস উপকরণ সংগ্রহের পরিকল্পনাও রয়েছে। এসব সরঞ্জাম বিশ্ববিদ্যালয়কে জলবায়ু-স্মার্ট কৃষি, মৃত্তিকা ব্যবস্থাপনা, কৃষি ব্যবসা, বায়োটেকনোলজি এবং টেকসই কৃষি চর্চার মতো অগ্রসর গবেষণায় সক্ষম করে তুলবে।

শ্রেণিকক্ষ, আবাসিক হল, আন্তর্জাতিক কমপ্লেক্স এবং গবেষণাগারের জন্য আধুনিক আসবাবপত্র সংগ্রহের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সুবিধা আরও উন্নত করা হবে।

পরিকল্পনা কমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, উন্নত শ্রেণিকক্ষ, বহুমুখী গ্যালারি ও গবেষণাগারসহ শিক্ষার্থী-কেন্দ্রিক অবকাঠামো উন্নয়ন শিক্ষাসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, শিক্ষার্থীদের হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ বাড়াতে বড় কৃষি ও গ্রামীণ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে স্টাডি ট্যুর ও মাঠ পরিদর্শনের জন্য যানবাহন সংগ্রহের প্রস্তাবও প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিশন উল্লেখ করেছে, এই প্রকল্পের প্রভাব কেবল একাডেমিক উন্নয়নের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। কৃষি গবেষণার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বিশ্ববিদ্যালয় জাতীয় কৃষি নীতি ও উদ্ভাবনে আরও কার্যকরভাবে অবদান রাখতে পারবে। এটি সরকারের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামীণ জীবিকার উন্নয়ন এবং টেকসই কৃষি চর্চা উৎসাহিত করার কৌশলগত লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের জন্য শেলটেক কনসালটেন্টস (প্রা.) লিমিটেড ইতোমধ্যে একটি সমীক্ষা সম্পন্ন করেছে। ২০২২ সালের জুনে সরকারি খাতে প্রকল্প প্রণয়ন ও অনুমোদন সংক্রান্ত নির্দেশনার আলোকে পরিচালিত এই সমীক্ষায় প্রকল্পটির কারিগরি সক্ষমতা, অর্থনৈতিক যৌক্তিকতা এবং দীর্ঘমেয়াদি কার্যকারিতা  নিশ্চিত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে নাশকতা পরিকল্পনার অভিযোগে ৫ ছাত্রলীগ কর্মী আটক
ঢাবি বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীরা পেলেন গবেষণা অনুদান এবং বৃত্তি
চাঁদপুরের খুদে ফুটবলার সোহান পাচ্ছে বিকেএসপির স্কলারশিপ
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি : আসাদুল হাবিব দুলু 
মুশফিককে সরিয়ে স্টাম্পিংয়ের রেকর্ড লিটনের
তরুণদের উন্নত জীবন উপহার দেওয়া জুলাই বিপ্লবের তাৎপর্যময় বাস্তবায়ন : ফয়েজ আহমদ তৈয়্যব 
টানা তৃতীয় ড্র ঢাকা ও ময়মনসিংহর
অবশ্যই জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে : জামায়াত আমির
কর্মকর্তা-কর্মচারীদের সন্তানের জন্য পেশাদার ডে কেয়ার সেবা চালু করেছে বিডা
বোলারদের নৈপুণ্যে প্রথম জয় বরিশালের
১০