
ঢাকা, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস) : আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও জনগণমুখী রাষ্ট্র গঠনের প্রত্যাশায় দেশের মানুষ এখন পরিবর্তনের রাজনীতি চায়।
আজ ঢাকা মহানগর দক্ষিণের ডেমরা থানার উদ্যোগে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা এমন একটি রাজনীতি চাই যা জনগণকে ঐক্যবদ্ধ করবে, বিভাজিত নয়। এবি পার্টি সমস্যা সমাধানভিত্তিক রাজনীতি নিয়ে মাঠে নেমেছে-যার মূল লক্ষ্য জনগণের জীবনমান উন্নয়ন এবং দেশের স্থায়ী অগ্রগতি।
সভায় তিনি ঢাকা-৫ আসনে এবি পার্টির মনোনীত প্রার্থী লুৎফর রহমান আব্বাসীকে সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
এবি পার্টির চেয়ারম্যান বলেন, আমরা একটি মানবিক রাষ্ট্র গঠনের জন্য কাজ করছি, যেখানে কেউ অভাব বা বৈষম্যের কারণে ফুটপাতে বসে ঘুমাতে বাধ্য হবে না। রাষ্ট্রের ওপর জনগণের ন্যায্য দাবি প্রতিষ্ঠা করে তাদের অধিকার ফিরিয়ে দেওয়া আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, ব্যক্তিনির্ভর রাজনীতি নয়, আমরা বিশ্বাস করি জনগণের ক্ষমতায়নেই টেকসই উন্নয়ন সম্ভব। এবি পার্টি এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চায়, যেখানে জনগণের মতামতই হবে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি।
মজিবুর রহমান মঞ্জু বলেন, আমাদের রাজনীতি হলো ইতিবাচক পরিবর্তনের রাজনীতি। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে ন্যায়, সমতা ও সুযোগের নিশ্চয়তা থাকবে সবার জন্য।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব বারকাজ নাসির আহমদ, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সহ-সম্পাদক আজিজা সুলতানা, কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, কেন্দ্রীয় জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক সহ-সম্পাদক রাশেদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার আহ্বায়ক সুলতান আরিফসহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ।