প্রতিবছর প্রায় ১ শতাংশ হারে আবাদযোগ্য জমি হ্রাস পাচ্ছে: পরিবেশ উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১৮:৪৭
ফাইল ছবি

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশে প্রতিবছর প্রায় এক শতাংশ হারে আবাদযোগ্য জমি হ্রাস পাচ্ছে, যা খাদ্যনিরাপত্তার জন্য একটি বড় হুমকি।

আজ সচিবালয়ে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)- এর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে উপদেষ্টা বাংলাদেশের কৃষিজমি সংরক্ষণের জরুরি প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি জানান, এডিবিকে কৃষিজমির মানচিত্র প্রণয়নে এবং ভূমি ব্যবস্থাপনা জোরদারে কারিগরি ও আর্থিক সহায়তা প্রদান করা জরুরি।  যাতে টেকসই খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা যায়।

রিজওয়ানা এডিবিকে কৃষিজমির মানচিত্র প্রণয়নে এবং ভূমি ব্যবস্থাপনা জোরদারে কারিগরি ও আর্থিক সহায়তা প্রদানের আহ্বান জানান, যাতে টেকসই খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা যায়।

এডিবির উচ্চপর্যায়ের এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এডিবি সদর দপ্তরের সিনিয়র ডিরেক্টর তারিক এইচ. নিয়াজি এবং এডিবি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং।

তারিক এইচ. নিয়াজি বাংলাদেশের সঙ্গে এডিবির দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করে জানান, জলবায়ু সহনশীল উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে অতিরিক্ত অর্থায়ন ও কারিগরি সহায়তা দিতে এডিবি প্রস্তুত।

হো ইউন জিয়ং জানান, বেসরকারি খাতের বিনিয়োগ আকর্ষণে এডিবির চলমান উদ্যোগ অব্যাহত রয়েছে এবং আগামী সপ্তাহে মার্কেট ডেভেলপমেন্ট অফিসের একটি মিশন ঢাকা সফর করে সম্ভাব্য সহযোগিতার দিক নিয়ে আলোচনা করবে।

বৈঠকে উভয় পক্ষ দ্রুত বাস্তবায়নযোগ্য নদী পুনরুদ্ধার, পানি ব্যবস্থাপনা ও স্থানীয় পর্যায়ে জলবায়ু অভিযোজন সম্পর্কিত পাইলট প্রকল্পসমূহ এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হন।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন এডিবির প্রিন্সিপাল ইকোনমিস্ট সমীর খাতিওয়াদা, প্রিন্সিপাল পাবলিক সেক্টর স্পেশালিস্ট সন্দীপ ভট্টাচার্য এবং সিনিয়র ক্লাইমেট চেঞ্জ অফিসার মৌসুমি পারভীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কর্মকর্তা-কর্মচারীদের সন্তানের জন্য পেশাদার ডে কেয়ার সেবা চালু করেছে বিডা
শেরপুরে গ্রাম পুলিশের প্রশিক্ষণ 
দুই-তিন দিনের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জানা যাবে : ড. আসিফ নজরুল
বরগুনায় ১১টি যানবাহনকে জরিমানা 
ইউরোপীয়ান বাছাইপর্ব থেকে বিশ্বকাপ টিকেটের অপেক্ষায় যারা
বেরোবিতে এআই গবেষণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নভেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি সম্পন্ন করতে চায় ইসি
বিজিএমইএ সভাপতির সঙ্গে হোহেনস্টাইন গ্রুপের প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত
হারিয়ে যাচ্ছে বাংলার ঐতিহ্য ধানের ‘গোলাঘর’
উন্নয়ন প্রকল্প গ্রহণ করায় স্থানীয় সরকার উপদেষ্টাকে সাতক্ষীরাবাসীর অভিনন্দন
১০