বেরোবিতে এআই গবেষণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১৯:৫৯

রংপুর, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস) : রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী বলেছেন, শিক্ষা গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলসের ব্যবহার বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, প্রযুক্তির কারণে বর্তমান বিশ্ব প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। আগামী দিনে যারা প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে, তারাই বিশ্বকে নেতৃত্ব দেবে।

আজ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে ‘শিক্ষা ও গবেষণায় এআই প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় সভাপতিত্ব করেন সেলটির পরিচালক অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম।

দিনব্যাপী এ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগের প্রধান অধ্যাপক ড. ইমরান মাহমুদ।

উপাচার্য বলেন, ‘বেরোবি ও অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সকল বিভাগের শিক্ষার্থীদের প্রযুক্তি ও এআই ব্যবহারের বিষয়ে জ্ঞান অর্জন করা জরুরি, যাতে তারা ডিজিটাল দক্ষতা বৃদ্ধি করতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের এমন প্রযুক্তি ব্যবহার করতে হবে, যা দেশের কল্যাণে কাজে লাগে।’

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মো. আবদুর রকিব ও মো. সজিব মিয়া উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফায়ার সার্ভিস সচেতনতা বৃদ্ধির জন্য মোবাইল কোর্ট পরিচালনা করেছে 
আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে ছাত্রশিবিরের কর্মসূচি ঘোষণা
বিএনপি হচ্ছে গণতন্ত্রের চ্যাম্পিয়ন একটি রাজনৈতিক দল : রিজভী
ঠাকুরগাঁওয়ের টং দোকানির মেয়ের নিশানায় বাংলাদেশের সোনার স্বপ্ন
নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে : আমীর খসরু
গণমাধ্যমে ভুলভাবে প্রকাশিত বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হতে নেতাকর্মীদের প্রতি মির্জা ফখরুলের আহ্বান
হাইকোর্টে ২২ জন স্থায়ী বিচারপতি নিয়োগ
আইন সংস্কারের ফলে আদালতে মামলার চাপ এক-চতুর্থাংশ কমবে : আইন উপদেষ্টা
নভেম্বরের ১০ দিনে রেমিট্যান্স প্রবাহে ৩৫.২ শতাংশ প্রবৃদ্ধি
সাতক্ষীরায় অস্ত্র ও মাদকসহ আটক ১
১০