বরগুনায় ১১টি যানবাহনকে জরিমানা 

বাসস
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ২০:০৩ আপডেট: : ১১ নভেম্বর ২০২৫, ২০:১৪
ছবি : বাসস

বরগুনা, ১১ নভেম্বর ২০২৫ (বাসস) : জেলায় আমতলী উপজেলায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১১টি যানবাহনকে মোট ৪৪ হাজার পাঁচশ’ টাকা জরিমানা ও সংশ্লিষ্ট গাড়ীর বিরুদ্ধে মামলা হয়েছে। পাশাপাশি বৈধ কাগজপত্র না থাকায় ২টি মোটরসাইকেল আটক করা হয়।

আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা -কুয়াকাটা মহাসড়কে আমতলী উপজেলার ফায়ার সার্ভিস সংলগ্ন সড়কে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর আমতলী কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট নকিব নসরুল্লাহ -এর নেতৃত্বে এ অভিযানে নৌবাহিনীর ১০ সদস্যের একটি সেকশন এবং আমতলী থানা ও ট্রাফিক পুলিশের ৭ জন সদস্য অংশগ্রহণ করেন।

অভিযানকালে ফায়ার সার্ভিসের সামনে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ব্যবহারসহ সড়কে আইন মেনে চলার বিষয়গুলো সতর্কভাবে পরীক্ষা করা হয়। এসময় মোট ১১৪ টি মোটরসাইকেল, ১১টি বাস, ১৭টি প্রাইভেটকার, ৮টি ট্রাক, ৯টি মাইক্রোবাস, ৭টি সিএনজি চালিত অটোরিকশা এবং ১১টি মাহিদ্রা গাড়ি তল্লাশি করা হয়। ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে এসময় ১১টি মামলা করা হয় এবং মোট ৪৪ হাজার পাঁচশ’ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি বৈধ কাগজপত্র না থাকায় ২টি মোটরসাইকেল আটক করা হয়।

অভিযান শেষে লেফটেন্যান্ট নকিব নসরুল্লাহ জানান, নৌবাহিনী ও পুলিশের এই সমন্বিত উদ্যোগের মূল উদ্দেশ্য হলো সড়কে চালকদের সচেতনতা ও জননিরাপত্তা নিশ্চিত এবং অপরাধ দমন কার্যক্রমকে আরও জোরদার করা। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফায়ার সার্ভিস সচেতনতা বৃদ্ধির জন্য মোবাইল কোর্ট পরিচালনা করেছে 
আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে ছাত্রশিবিরের কর্মসূচি ঘোষণা
বিএনপি হচ্ছে গণতন্ত্রের চ্যাম্পিয়ন একটি রাজনৈতিক দল : রিজভী
ঠাকুরগাঁওয়ের টং দোকানির মেয়ের নিশানায় বাংলাদেশের সোনার স্বপ্ন
নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে : আমীর খসরু
গণমাধ্যমে ভুলভাবে প্রকাশিত বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হতে নেতাকর্মীদের প্রতি মির্জা ফখরুলের আহ্বান
হাইকোর্টে ২২ জন স্থায়ী বিচারপতি নিয়োগ
আইন সংস্কারের ফলে আদালতে মামলার চাপ এক-চতুর্থাংশ কমবে : আইন উপদেষ্টা
নভেম্বরের ১০ দিনে রেমিট্যান্স প্রবাহে ৩৫.২ শতাংশ প্রবৃদ্ধি
সাতক্ষীরায় অস্ত্র ও মাদকসহ আটক ১
১০