ইউরোপীয়ান বাছাইপর্ব থেকে বিশ্বকাপ টিকেটের অপেক্ষায় যারা

বাসস
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ২০:০০

ঢাকা, ১১ নভেম্বর ২০২৫ (বাসস) : ২০২৬ ফিফা বিশ্বকাপে এ পর্যন্ত ৪৮ দলের মধ্যে বিভিন্ন কনফেডারেশন থেকে ২৮টি দল চূড়ান্ত হয়েছে।

দলগুলো হলো :

স্বাগতিক : কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র

এএফসি : অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান

সিএএফ : আলজেরিয়া, কাবো ভার্দে, আইভরি কোস্ট, মিশর, ঘানা, মরক্কো, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, তিউনিশিয়া

কনমেবল : আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে

ওএফসি : নিউজিল্যান্ড

উয়েফা : ইংল্যান্ড 

আগামী বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার ইউরোপীয়ান বাছাইপর্বের শেষ রাউন্ড অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত এই অঞ্চল থেকে শুধুমাত্র ইংল্যান্ড বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে। অন্যান্য দলগুলোর অবস্থান দেখে নেয়া যাক :

গ্রুপ-এ : জার্মানী, স্লোভাকিয়া, নর্দান আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ

এই গ্রুপ থেকে কোন দলই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জণ করেনি। ইতোমধ্যেই শীর্ষ দুটি স্থানের লড়াই থেকে বাদ পড়েছে লুক্সেমবার্গ। চার ম্যাচ শেষে জার্মানী ও স্লোভাকিয়া সমান ৯ পয়েন্ট নিয়ে শীর্ষ দুই স্থানে অবস্থান করছে।

গ্রুপ-বি : সুইজারল্যান্ড, কসভো, স্লোভেনিয়া, সুইডেন

শনিবার কসভো যদি স্লোভেনিয়াকে পরাজিত করতে ব্যর্থ হয় তবে ধুকতে থাকা সুইডেনকে হারাতে পারলেই টানা ষষ্ঠবারের মত বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জণ করবে সুইজারল্যান্ড। এছাড়া কসভো পরাজিত হলে ড্র করলেই সুইসদের টিকেট নিশ্চিত হবে। 

গ্রুপ-সি : ডেনমার্ক, স্কটল্যান্ড, গ্রীস, বেলারুস

এখনো কোন দল বাছাইপর্ব পেরুতে পারেনি। যদিও ডেনমার্ক ও স্কটল্যান্ড শীর্ষ দুই অবস্থান নিশ্চিত করেছে। শেষ ম্যাচের মাধ্যমে গ্রুপের অবস্থান চূড়ান্ত হবে।

গ্রুপ-ডি : ফ্রান্স, ইউক্রেন, আইসল্যান্ড, আজারবাইজান

বৃহস্পতিবার ইউক্রেনকে হারাতে পারলে দুইবারের বিশ্বকাপ জয়ী ফ্রান্স ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। 

গ্রুপ-ই : স্পেন, তুরষ্ক, জর্জিয়া, বুলগেরিয়া

শনিবার জর্জিয়াকে হারাতে পারলে ইউরোপীয়ান চ্যাম্পিয়ন স্পেন বিশ্বকাপের টিকেট পাবে। তবে এক্ষেত্রে ইতোমধ্যে বাদ পড়া বুলগেরিয়ার সাথে তুরষ্কের ম্যাচের ফলাফলও প্রভাব ফেলবে। তুরষ্ক যদি হেরে যায় তবে ২০১০ বিশ্বকাপ জয়ী স্পেনের গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হবে।

গ্রুপ-এফ : পর্তুগাল, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, আর্মেনিয়া

বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ী হতে পারলেই ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগালের বিশ্বকাপের টিকেট নিশ্চিত হবে। তবে আরেক ম্যাচে আর্মেনিয়াকে যদি হাঙ্গেরি হারাতে ব্যর্থ হয় তবে পর্তুগালকে ড্র করলেই চলবে।

গ্রুপ-জি : নেদারল্যান্ডস, পোল্যান্ড, ফিনল্যান্ড, লিথুনিয়া, মাল্টা

শুক্রবার পোল্যান্ডকে হারাতে পারলে নেদারল্যান্ড চূড়ান্ত পর্বে জায়গা করে নিবে। ইতোমধ্যে লিথুনিয়া ও মাল্টা শেষ দুই দল হিসেবে লড়াই থেকে ছিটকে পড়েছে।

গ্রুপ-এইচ : অস্ট্রিয়া, বসনিয়া এন্ড হার্জেগোভেনিয়া, রোমানিয়া, সাইপ্রাস, সান মেরিনো

শনিবার সাইপ্রাসকে হারাতে পারলে এবং বসনিয়া যদি রোমানিয়ার বিপক্ষে জিততে না পারে তবে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হবে অস্ট্রিয়ার। 

গ্রুপ-আই : নরওয়ে, ইতালি, ইসরায়েল, এস্তোনিয়া, মলডোভা

বৃহস্পতিবার ইতালি যদি মলডোভাকে হারাতে না পারে তবে এস্তোনিয়ার বিপক্ষে জয় ১৯৯৮ সালের পর প্রথমবারের মত নরওয়েকে পৌঁছে দিবে বিশ্বকাপের মঞ্চে। গোল ব্যবধানে চারবারের চ্যাম্পিয়ন ইতালিকে পিছনে ফেলে শীর্ষ দল হিসেবে নরওয়ে চূড়ান্ত পর্বে যাবে।

গ্রুপ-জে : বেলজিয়াম, নর্থ মেনিডোনিয়া, ওয়েলস, কাজাখস্তান, লিখেনস্টেইন

শনিবার কাজাখস্তানকে হারাতে পারলে বেলজিয়াম গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করবে। তখন দ্বিতীয় স্থানের জন্য নর্থ মেসিডোনিয়া ও ওয়েলসের মধ্যে লড়াই হবে। 

গ্রুপ-কে : ইংল্যান্ড, আলবেনিয়া, সার্বিয়া, লাটভিয়া, এ্যান্ডোরা

ইতোমধ্যেই এই গ্রুপ থেকে ইংল্যান্ড বাছাইপর্ব পার করেছে। এ্যান্ডারাকে হারাতে পারলে প্লে-অফের খেলার টিকেট পাবে আলবেনিয়া।

গ্রুপ-এল : ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, ফারো আইসল্যান্ড, মন্টেনেগ্রো, জিব্রালটার

শুক্রবার ঘরের মাঠে ফারো আইসল্যান্ডের কাছে বিস্ময়করভাবে হেরে না গেলে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হবে ২০১৮’র ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফায়ার সার্ভিস সচেতনতা বৃদ্ধির জন্য মোবাইল কোর্ট পরিচালনা করেছে 
আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে ছাত্রশিবিরের কর্মসূচি ঘোষণা
বিএনপি হচ্ছে গণতন্ত্রের চ্যাম্পিয়ন একটি রাজনৈতিক দল : রিজভী
ঠাকুরগাঁওয়ের টং দোকানির মেয়ের নিশানায় বাংলাদেশের সোনার স্বপ্ন
নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে : আমীর খসরু
গণমাধ্যমে ভুলভাবে প্রকাশিত বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হতে নেতাকর্মীদের প্রতি মির্জা ফখরুলের আহ্বান
হাইকোর্টে ২২ জন স্থায়ী বিচারপতি নিয়োগ
আইন সংস্কারের ফলে আদালতে মামলার চাপ এক-চতুর্থাংশ কমবে : আইন উপদেষ্টা
নভেম্বরের ১০ দিনে রেমিট্যান্স প্রবাহে ৩৫.২ শতাংশ প্রবৃদ্ধি
সাতক্ষীরায় অস্ত্র ও মাদকসহ আটক ১
১০