ভোলা ও পাথরঘাটায় কোস্টগার্ডের অভিযানে তিন মাদক কারবারি আটক

বাসস
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১৮:৫০

ভোলা, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস) : ভোলা ও পাথরঘাটায় পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। 

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. বিএন মো. আবুল কাশেম আজ মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় কোস্টগার্ড বেইজ ভোলা কর্তৃক ভোলার সদর থানাধীন ব্যাংকের হাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ২৪ হাজার টাকা মূল্যের ৪৮ পিস ইয়াবাসহ মো. জাহিদুল ইসলাম (২০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। 
আটককৃত জাহিদুল ইসলাম ভোলা সদরের ভেলুমিয়া ইউনিয়নের কুঞ্জপট্টি গ্রামের আব্দুল জব্বারের ছেলে। 

অপরদিকে, গতকাল সোমবার (১০ নভেম্বর)  রাত ১১ টায় কোস্টগার্ড স্টেশন পাথরঘাটা কর্তৃক বরগুনার পাথরঘাটা থানাধীন রায়হানপুর মিয়া বাড়ি সংলগ্ন এলাকায় অপর একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহভাজন ২ ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ৪৫ হাজার টাকা মূল্যের দেড় কেজি গাঁজা ও নগদ ২ হাজার ৬শত ১০ টাকাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন, মো. নিলয় তালুকদার (২১)। সে পিরোজপুর জেলার মঠ বাড়িয়া উপজেলার হোতখালি গ্রামের ৩ নং ওয়ার্ডের বিরু তালুকদারের ছেলে, এবং মো. সাকিব সিকদার (২৪)। সাকিব বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হান পুর গ্রামের মো.জাকির সিকদারের ছেলে বলে জানায়, কোস্টগার্ড দক্ষিণ জোন। 
এদের কাছ থেকে জব্দকৃত মালামাল ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্টগার্ড জানায়, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কর্মকর্তা-কর্মচারীদের সন্তানের জন্য পেশাদার ডে কেয়ার সেবা চালু করেছে বিডা
শেরপুরে গ্রাম পুলিশের প্রশিক্ষণ 
দুই-তিন দিনের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জানা যাবে : ড. আসিফ নজরুল
বরগুনায় ১১টি যানবাহনকে জরিমানা 
ইউরোপীয়ান বাছাইপর্ব থেকে বিশ্বকাপ টিকেটের অপেক্ষায় যারা
বেরোবিতে এআই গবেষণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নভেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি সম্পন্ন করতে চায় ইসি
বিজিএমইএ সভাপতির সঙ্গে হোহেনস্টাইন গ্রুপের প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত
হারিয়ে যাচ্ছে বাংলার ঐতিহ্য ধানের ‘গোলাঘর’
উন্নয়ন প্রকল্প গ্রহণ করায় স্থানীয় সরকার উপদেষ্টাকে সাতক্ষীরাবাসীর অভিনন্দন
১০