ইসলামাবাদ আদালতের বাইরে আত্মঘাতী হামলায় নিহত ১২

বাসস
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১৬:৪০ আপডেট: : ১১ নভেম্বর ২০২৫, ১৭:১৫

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস) : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি আবাসিক এলাকায় জেলা আদালত ভবনের বাইরে আজ মঙ্গলবার দুপুরে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি সাংবাদিকদের বলেন, দুপুর ১২টা ৩৯ মিনিটে জেলা আদালতে একটি আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এখন পর্যন্ত ১২ জন নিহত এবং প্রায় ২৭ জন আহত হয়েছেন।

ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

আইনজীবী রুস্তম মালিক বলেন, ‘আমি গাড়ি পার্ক করে কমপ্লেক্সে প্রবেশ করছিলাম, তখনই গেটের কাছে প্রচণ্ড  একটি শব্দ শুনি।’ তিনি জানান, বিস্ফোরণের পর লোকজন আতঙ্কে ছুটোছুটি শুরু করে এবং আশপাশের গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়।

মালিক আরও বলেন, পুরো জায়গাটা বিশৃঙ্খলায় পরিণত হয়েছিল। আইনজীবী ও সাধারণ মানুষ দৌড়াচ্ছিল। আমি গেটের সামনে দু’জনের মৃতদেহ পড়ে থাকতে দেখেছি এবং কয়েকটি গাড়িতে আগুন ধরে গিয়েছিল।

নাম প্রকাশ না করার শর্তে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা জানিয়েছেন, ১২ জনের মৃতদেহ এবং ২০ জন আহত ব্যক্তিকে কাছাকাছি একটি সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।

আরেকজন আইনজীবী মোহাম্মদ শাহজাদ বাট বলেন, স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা নাগাদ বিস্ফোরণটি ঘটে।

তিনি বলেন, ‘বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। সবাই আতঙ্কে দৌড়াতে শুরু করে। আমি গেটের সামনে অন্তত পাঁচ জনের মৃতদেহ পড়ে থাকতে দেখেছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জয়পুরহাটে মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিসভা 
২০২৬ বিশ্বকাপই শেষ, জানালেন রোনাল্ডো
স্বৈরাচার পতনের মতো নাশকতাকারীদেরও প্রতিহত করবে ঢাকাবাসী: ডিএমপি কমিশনার
ট্রাম্পকে ছাড়াই জলবায়ু সম্মেলনের মঞ্চে মার্কিন নেতারা
মাদকের চালান ধরিয়ে দেওয়ায় চট্টগ্রামে তারেক হত্যা: এক বছর পর খুলল জট
বাংলাদেশ থেকে উচ্চমূল্যের ফ্যাশনেবল পোশাক আমদানিতে আগ্রহী জাপানি ক্রেতারা
ডিএসইতে আজ লেনদেন ও সূচকে ইতিবাচক প্রবণতা
দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ মিশন 
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরে কৃষকদলের আলোচনা সভা
কোনো অজুহাতে লবণ আমদানি করতে দেয়া হবে না: শিল্পসচিব
১০