মুন্সীগঞ্জে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক কর্মশালা

বাসস
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১৬:৪২
ছবি : বাসস

মুন্সীগঞ্জ, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস): মুন্সীগঞ্জে অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল এ কর্মশালার  আয়োজন করে। এতে জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউর করিম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ। 

কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর। স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রহিমা আক্তার। কর্মশালায় রিসোর্স পার্সন আব্দুস সবুর বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি পালনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, সাংবাদিকদের জন্য সুরক্ষা আইন চূড়ান্ত হয়েছে। অল্প কিছু দিনের মধ্যে আইনটি পাশ হবে। সাংবাদিকদের আর্থিকসহ অন্যান্য সুরক্ষা বিষয়টি এতে রয়েছে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় কোনো দ্বিমত থাকতে পারে না। দলীয় রাজনীতি পেশায় নয়, সকলকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে। সাংবাদিকদের জন্য ডাটাবেজ তৈরি করা হচ্ছে। এর জন্য প্রেস কাউন্সিল কাজ করছে। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। 

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত বলেন, জাতি গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। বর্তমানে সংবাদ প্রচারে ও প্রকাশে অনেক পরিবর্তন এসেছে। সাংবাদিকদের সততা ও নীতিনৈতিকতা থাকতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জয়পুরহাটে মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিসভা 
২০২৬ বিশ্বকাপই শেষ, জানালেন রোনাল্ডো
স্বৈরাচার পতনের মতো নাশকতাকারীদেরও প্রতিহত করবে ঢাকাবাসী: ডিএমপি কমিশনার
ট্রাম্পকে ছাড়াই জলবায়ু সম্মেলনের মঞ্চে মার্কিন নেতারা
মাদকের চালান ধরিয়ে দেওয়ায় চট্টগ্রামে তারেক হত্যা: এক বছর পর খুলল জট
বাংলাদেশ থেকে উচ্চমূল্যের ফ্যাশনেবল পোশাক আমদানিতে আগ্রহী জাপানি ক্রেতারা
ডিএসইতে আজ লেনদেন ও সূচকে ইতিবাচক প্রবণতা
দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ মিশন 
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরে কৃষকদলের আলোচনা সভা
কোনো অজুহাতে লবণ আমদানি করতে দেয়া হবে না: শিল্পসচিব
১০