চট্টগ্রামে জাল নোট বহনের দায়ে যুবকের কারাদণ্ড

বাসস
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১৬:০০
ফাইল ছবি

চট্টগ্রাম, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরের বাকলিয়া থানায় এক যুগ আগে করা জাল নোট জব্দ মামলায় মো. আবুল কাশেম (৪০) নামে এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক বেগম সিরাজাম মুনীরা এই রায় দেন।

সাজাপ্রাপ্ত আবুল কাশেম কক্সবাজারের উখিয়া থানার পশ্চিম হলদিয়া এলাকার বাসিন্দা।

আদালতের অতিরিক্ত পিপি মোরশেদুর রহমান চৌধুরীর (রোকন) তথ্যটি নিশ্চিত করে জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ২২ এপ্রিল রাতে রাজাখালী ব্রিজের উত্তর পাশে অভিযান চালিয়ে পুলিশ আবুল কাশেমকে গ্রেপ্তার করে। এ সময় তার থেকে এক হাজার টাকার ২৮টি জাল নোট উদ্ধার করা হয়। 

এ ঘটনায় নগরের বাকলিয়া থানার তৎকালীন এসআই মো. আব্দুল করিম বাদী হয়ে মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১৪ সালে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। ২০১৫ সালে ১৪ সেপ্টেম্বর  বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪- এর ২৫ (এ) ধারায় অভিযোগ গঠন করে বিচার কাজ শুরু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে দুর্নীতির অভিযোগে ৪ এজেন্সির বিরুদ্ধে দুদকের মামলা
সবুজ অন্তর্ভুক্তিমূলক অর্থায়নকে জাতীয় কাঠামো হিসেবে গ্রহণের আহ্বান
প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
মানবিক রাষ্ট্র গঠনের প্রত্যাশায় দেশের মানুষ পরিবর্তনের রাজনীতি চায় : এবি পার্টি চেয়ারম্যান
কৃষিজমি সুরক্ষা অধ্যাদেশ প্রণয়ন ও বাস্তবায়ন প্রয়োজন: ভূমি উপদেষ্টা
দিনাজপুরে পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৮৬ জন গ্রেফতার
সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ১৯ জনের বিরুদ্ধে দুদকের ৪ মামলা
রাজনৈতিক দলের সঙ্গে ১৩ নভেম্বর থেকে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার 
গোপালগঞ্জে নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
১০