
নেত্রকোণা, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস) : নেত্রকোণার কেন্দুয়ায় পুকুরের পানিতে ডুবে ইমরান মিয়া নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ দুপুরে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের জালালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
শিশু ইমরান গ্রামের মৃত জুয়েল মিয়া ও আলেহা আক্তার দম্পতির সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাড়ির উঠানে খেলার সময় শিশু ইমরান সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তথ্য নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে মৃতদেহ শিশুর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।