ঠাকুরগাঁওয়ে ধানের শীষে ভোট চাইলেন ফখরুল পত্নী

বাসস
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১৭:৩৪
মঙ্গলবার ঠাকুরগাঁও সদর উপজেলায় এক নারী সমাবেশ ও মতবিনিময় সভায় যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম ধানের শীষের পক্ষে ভোট চান। ছবি : বাসস

ঠাকুরগাঁও, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস): ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহধর্মিণী রাহাত আরা বেগম ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন।

আজ মঙ্গলবার ঠাকুরগাঁও সদর উপজেলায় এক নারী সমাবেশ ও মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন। আকচা ইউনিয়ন বিএনপি আয়োজিত ওই সভায় তিনি প্রধান অতিথি ছিলেন।  

সভায় ইউনিয়নের সকল ধর্মের হাজারের বেশি নারী উপস্থিত হন এবং নতুন করে সনাতন ধর্মাবলম্বী শতাধিক নারী পুরুষ বিএনপিতে যোগদান করেন। 

এ সময় তিনি নারীদের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং সমাজের অর্থনীতিক সমস্যা দূরীকরণে নারীদের কেমন ভূমিকা থাকা দরকার সে বিষয়ে মতবিনিময় করেন।

ফখরুল পত্নী রাহাত আরা বেগম বলেন, ভেবেছিলাম উঠান বৈঠক। কিন্তু এটি নারী সমাবেশে পরিণত করে ফেলেছেন আপনারা। আপনারা এ জেলায় এমন একজন মানুষকে পেয়েছেন যিনি কোনো দিন আপনাদের ছেড়ে যাননি। তিনি (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) নিজ পরিবারের মতো আপনাদের সঙ্গে থেকেছেন। এবারে আপনারা তাকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করুন। আপনারা হতাশ হবেন না।

জেলা মহিলা দলের সভাপতি ফরাতুন নাহার প্যারিসের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য দেন আকচা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আকচা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সারওয়ার চৌধুরী। এছাড়া বক্তব্য দেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পরভীন, জেলা মহিলা দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহনাজ পারভীন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হ্যাটট্রিক ড্র রংপুর ও সিলেটের
বিএমইউতে মাল্টিপল মাইলোমা নিয়ে আন্তর্জাতিক লেকচার
মাহেদির ব্যাটিং নৈপুণ্যে চট্টগ্রামকে হারিয়ে শীর্ষে খুলনা
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে ৫৬৭ কোটি টাকার প্রকল্প অনুমোদন
ঢাবি বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ১৮ শিক্ষার্থীকে গবেষণা অনুদান প্রদান 
সংস্কারের পক্ষে যারা অবস্থান নেবে, তাদের সঙ্গে জোটবদ্ধ হতে পারে এনসিপি : হাসনাত আবদুল্লাহ
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
ভোলা ও পাথরঘাটায় কোস্টগার্ডের অভিযানে তিন মাদক কারবারি আটক
প্রতিবছর প্রায় ১ শতাংশ হারে আবাদযোগ্য জমি হ্রাস পাচ্ছে: পরিবেশ উপদেষ্টা
ফাইনালের পথে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত
১০