ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯১২

বাসস
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১৭:৫১

ঢাকা, ১১ অক্টোবর, ২০২৫ (বাসস) : ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ৯১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩১ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭২ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৮ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন রয়েছেন।      

গত ২৪ ঘণ্টায় ৯২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে  চলতি বছর  এ পর্যন্ত মোট ৭৬ হাজার ৯৩৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। 
   
চলতি বছরে এ পর্যন্ত মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৮০ হাজার ৬৩৪ জন। এর মধ্যে ৬২ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৭ শতাংশ নারী রয়েছেন।  
   
গত ২৪ ঘণ্টায় তিনজনসহ চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত মোট ৩১৮ জনের মৃত্যু হয়েছে।

২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে মোট এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মারা গেছেন মোট  ৫৭৫ জন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুদকের মামলায় ইটিভির চেয়ারম্যান আব্দুস সালাম খালাস
হ্যাটট্রিক ড্র রংপুর ও সিলেটের
বিএমইউতে মাল্টিপল মাইলোমা নিয়ে আন্তর্জাতিক লেকচার
মাহেদির ব্যাটিং নৈপুণ্যে চট্টগ্রামকে হারিয়ে শীর্ষে খুলনা
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে ৫৬৭ কোটি টাকার প্রকল্প অনুমোদন
ঢাবি বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ১৮ শিক্ষার্থীকে গবেষণা অনুদান প্রদান 
সংস্কারের পক্ষে যারা অবস্থান নেবে, তাদের সঙ্গে জোটবদ্ধ হতে পারে এনসিপি : হাসনাত আবদুল্লাহ
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
ভোলা ও পাথরঘাটায় কোস্টগার্ডের অভিযানে তিন মাদক কারবারি আটক
প্রতিবছর প্রায় ১ শতাংশ হারে আবাদযোগ্য জমি হ্রাস পাচ্ছে: পরিবেশ উপদেষ্টা
১০