নড়াইলে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা 

বাসস
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১৭:৩৮
নড়াইলে আজ আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা । ছবি : বাসস

নড়াইল, ১১ নভেম্বর ২০২৫ (বাসস): জেলা সদরে আজ আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার বিকেল ৪টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে সদর থানার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

আইনশৃঙ্খলা বিষয়ক এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইলের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম। 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলামের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. রকিবুল হাসান প্রমুখ। 

এ সময় নড়াইল শিল্প ও বণিক সমিতির সভাপতি খন্দকার ফসিয়ার রহমান, রূপগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. রজিবুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, জুয়েলারি সমিতির জেলা সভাপতি চঞ্চল কুমার রায়, কেমিস্ট এন্ড ড্রাগ সমিতির সেক্রেটারি সৈয়দ খোরশেদ তৌহিদ কোয়েল, ব্যবসায়ী উজ্জল খান, ইবাদত মিনা প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ সুপার মো. রবিউল ইসলাম তার বক্তব্যে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর কথা উল্লেখ করেন। 

এ সময় জেলায় পুলিশ বিভাগের কর্মকর্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হ্যাটট্রিক ড্র রংপুর ও সিলেটের
বিএমইউতে মাল্টিপল মাইলোমা নিয়ে আন্তর্জাতিক লেকচার
মাহেদির ব্যাটিং নৈপুণ্যে চট্টগ্রামকে হারিয়ে শীর্ষে খুলনা
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে ৫৬৭ কোটি টাকার প্রকল্প অনুমোদন
ঢাবি বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ১৮ শিক্ষার্থীকে গবেষণা অনুদান প্রদান 
সংস্কারের পক্ষে যারা অবস্থান নেবে, তাদের সঙ্গে জোটবদ্ধ হতে পারে এনসিপি : হাসনাত আবদুল্লাহ
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
ভোলা ও পাথরঘাটায় কোস্টগার্ডের অভিযানে তিন মাদক কারবারি আটক
প্রতিবছর প্রায় ১ শতাংশ হারে আবাদযোগ্য জমি হ্রাস পাচ্ছে: পরিবেশ উপদেষ্টা
ফাইনালের পথে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত
১০